Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
X Suspended In Brazil

ব্রাজ়িলে বন্ধ এক্স

চলতি বছরের গোড়ার দিকে, বেশ কিছু অ্যাকাউন্ট ব্লক করার জন্য এক্স-কে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজ়ান্দ্রে ডি মোরিস।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সংবাদ সংস্থা
রিয়ো ডি জেনিরো শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৪
Share: Save:

ব্রাজ়িলে অবিলম্বে সমাজমাধ্যম এক্স-কে সাসপেন্ড করার নির্দেশ দিল সে দেশের সুপ্রিম কোর্ট।

চলতি বছরের গোড়ার দিকে, বেশ কিছু অ্যাকাউন্ট ব্লক করার জন্য এক্স-কে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজ়ান্দ্রে ডি মোরিস। বলা হয়েছিল, অ্যাকাউন্টগুলি ‘ডিজিটাল সন্ত্রাস’ চালাচ্ছে, ভুয়ো তথ্য ও ঘৃণা ছড়াচ্ছে। কিন্তু এক্স-মালিক ইলন মাস্ক সে সময়ে জানিয়ে দেন, তিনি আদালতের নির্দেশ মানতে বাধ্য নন। পরিবর্তে তিনি ব্রাজ়িলে এক্স-এর দফতর বন্ধ করে দেন এবং জানান, অফিস না থাকলেও তাঁদের পরিষেবা অব্যাহত থাকবে এ দেশে। এর পর থেকেই মাস্কের বিরুদ্ধে মামলা চলছে ব্রাজ়িলের আদালতে। তবে এ জন্য কোনও আইনি প্রতিনিধিও রাখেননি মাস্ক। আদালত সময়সীমা বেঁধে দিলেও তা উপেক্ষা করেছেন।

এর পরই গত কাল আদালত অবমাননার অভিযোগে এক্স-কে ব্রাজ়িলে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি মোরিস। সেই সঙ্গে মাস্কের যে সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ব্রাজ়িলে, সেগুলিকেও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। জানানো হয়েছে, ১ কোটি ৮৫ লক্ষ রিয়াস (ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ কোটি টাকা) জরিমানা না দেওয়া হলে, আইনি প্রতিনিধি নিযুক্ত না করা হলে, এক্স-এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। এ-ও বলা হয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে কোনও ব্যক্তি বা কোনও সংস্থা যদি ভিপিএনে এক্স ব্যবহার করে, তাকে ৫০ হাজার রিয়াস (প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা) পর্যন্ত জরিমানা করা
হতে পারে।


অন্য বিষয়গুলি:

X Handle Brazil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy