একটি সমুদ্রসৈকত। চারপাশে পর্যটকদের ভিড়। কেউ রোদের হালকা আমেজ গায়ে মেখে নিচ্ছেন। স্নানপোশাকে ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। খোলামেলা সেই পোশাকের মাঝেই এক জনই সকলের আকর্ষণ কেড়ে নিয়েছিলেন।
সৈকতের যে দিকেই ক্যামেরা ধরা দিয়েছে, সে দিকেই স্বল্পবসনা মহিলারা ঘুরে বেড়াচ্ছিলেন। বেশির ভাগই বিদেশি পর্যটক। এমন এক দৃশ্যের মাঝে আদ্যোপান্ত লাল শাড়িতে ঢাকা এক মহিলাকে দেখা গেল সৈকত ধরে হেঁটে চলেছেন। আর সেই ভিড়ের মাঝে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন তিনি। ক্যামেরাতেও ধরা পড়লেন।
अरे काकी कहां पहुंच गई
— Rishika gurjar (@Rishikagurjjar) August 22, 2022pic.twitter.com/tQkIsGRuWD
আরও পড়ুন:
দেখেই বোঝা যাচ্ছে, মহিলা কোনও ভারতীয়। উত্তর ভারতের ঢঙে শাড়ি পরা। মাথায় ঘোমটা। হাসিমুখে সৈকত ধরে হেঁটে চলেছেন। এই দৃশ্য দেখে অনেকেই বলেছেন, ‘একেই বলে সংস্কৃতি।’ ঋষিকা গুর্জর নামে যে টুইটার গ্রাহকের অ্যাকাউন্টে এই ভিডিয়ো শেয়ার হয়েছে, সেখানে ক্যাপশনে লেখা, ‘আরে, কাকিমা কোথায় পৌঁছে গেলেন!’
বিদেশে স্বল্পবসনাদের ভিড়ে নিজের সংস্কৃতিকে ধরে রাখার জন্য মহিলার প্রশংসা করেছেন বহু নেটাগরিক।