এক দিকে দ্রুত ইউক্রেনের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তিতে পৌঁছনোর জন্য রাশিয়াকে ক্রমাগত চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। অন্য দিকে ইউক্রেনের বিরুদ্ধে হামলা আরও জোরদার করছে রুশ সামরিক বাহিনী। গত কাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির নিজের শহর ক্রিভি রি-তে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, আবাসন ও তার সংলগ্ন একটি শিশুদের পার্কে আছড়ে পড়ে রুশ সামরিক বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেই হামলায় মৃত্যু হয়েছে ১৯ জনের। নিহতদের মধ্যে রয়েছে ৯টি শিশু। আহতের সংখ্যা ৮০ ছুঁইছুঁই। আহতের মধ্যেও রয়েছে তিন মাসের একটি শিশু। চলতি মাসের গোড়াতেই ক্রিভি রি-তে একটি পার্কিং লটে রুশ হামলায় মৃত্যু হয়েছিল চার জন স্থানীয় বাসিন্দার।