রাজধানী কিভের অদূরে হেলিকপ্টার ভেঙে পড় মৃত্যু হল ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী-সহ ১৮ জনের। তাঁদের মধ্যে তিন শিশুও রয়েছে।
ইউক্রেন সরকারের তরফে জানানো হয়েছে, কিভের উপকণ্ঠে ব্রোভারি এলাকায় বুধবার ভোরে ওই কপ্টার দুর্ঘটনা ঘটে। তাতে অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ডেনিস মোনাস্ত্রাস্কি, উপ অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী এভেগনি এনিন, অভ্যন্তরীণ নিরাপত্তা দফতরের কয়েক জন উচ্চপদস্থ আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে।
Helicopter crushed at kindergarten
— spy (@temafey) January 18, 2023
Early Morning...hope kids were at the street #Ukraine pic.twitter.com/MC0pCViDey
আরও পড়ুন:
যুদ্ধ পরিস্থিতিতে এই কপ্টার দুর্ঘটনার নেপথ্যে রুশ সেনার কোনও ‘ভূমিকা’ আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। যদিও কিভের পুলিশ প্রধান ইগক ক্লিমেঙ্কো বুধবার বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে।’’
আরও পড়ুন:
দুর্ঘটনার পর মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (আনন্দবাজার অনলাইন ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। সেখানে দেখা যাচ্ছে, বসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ছে হেলিকপ্টারটি। বিপুল এলাকা জুড়ে আগুনের হলকা ছড়িয়ে পড়ছে। সেই সঙ্গে বহু মানুষের ছোটাছুটি ও চিৎকার।