রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদে জেলেনস্কির বক্তৃতা। ছবি: টুইটার থেকে নেওয়া।
ইউক্রেনে রুশ ফৌজের আগ্রাসন শুরুর পরে একাধিক আন্তর্জাতিক মঞ্চে তাঁর বক্তৃতা নজর কেড়েছে। এ বার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভার্চুয়াল বক্তৃতায় হানাদার রুশ ফৌজের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার তিনি বলেন, ‘‘শুধুমাত্র ফুর্তির জন্য রুশ সেনা ইউক্রেন জুড়ে হত্যালীলা চালাচ্ছে!’’
ইউক্রেনে রুশ হানাদারির ৪২ দিনেও আন্তর্জাতিক মহল ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় হতাশাও প্রকাশ করেন ইউক্রেন প্রেসিডেন্ট। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘আপনারা কি রাষ্ট্রপুঞ্জ তুলে দিতে চান? সমস্ত আন্তর্জাতিক আইন কি উঠে যাবে?’’
মানবতার এই সঙ্কটে আন্তর্জাতিক মহলকে ইউক্রেনবাসীর পাশে দাঁড়ানোর অনুরোধ করে জেলেনস্কি বলেছেন, ‘‘আপনারা সক্রিয় হোন, না হলে সকলকেই এমন পরিস্থিতির শিকার হতে হবে।’’ জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের মহিলাদের উপর দখলদার রুশ বাহিনীর নৃশংস অত্যাচারের ভিডিয়ো দেখে তিনি শিউরে উঠেছেন।
বুচায় রুশ বাহিনীর নরসংহারের সঙ্গে পশ্চিম এশিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠীর নৃশংসতার সঙ্গে তুলনা করেছেন জেলেনস্কি। রাষ্ট্রপুঞ্জ থেকে রাশিয়াকে বহিষ্কারের আর্জি জানিয়ে বলেছেন, ‘‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ বার নিরাপত্তা পরিষদের সক্রিয় হওয়া উচিত।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy