Advertisement
১৭ ডিসেম্বর ২০২৪
Dell

তথ্যপ্রযুক্তি সংস্থায় আবার কর্মী ছাঁটাই! চাকরি যাচ্ছে ডেলের সাড়ে ছ’হাজার কর্মীর

তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মী ছাঁটাই অব্যাহত। এ বার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল ডেল। বিশ্ব জুড়ে ওই সংস্থার প্রায় ৬ হাজার ৬৫০ কর্মী চাকরি হারাতে চলেছেন।

Photograph of Dell.

কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল ডেল। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
টেক্সাস শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৭
Share: Save:

তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই অব্যাহত। গুগল, মাইক্রোসফট, আমাজ়নের পর এ বার কর্মী ছাঁটাইয়ে তালিকায় নাম জুড়ল আমেরিকার টেক্সাসের বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা ডেল টেকনোলজিস ইনকর্পোরেশনের। বিশ্ব জুড়ে প্রায় ৬ হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

করোনা অতিমারি পরবর্তী পর্বে গুগল, মাইক্রোসফট, আমাজ়ন, টুইটার, ফেসবুকের মতো একাধিক সংস্থায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে বহু মানুষ আচমকা চাকরি হারিয়েছেন। এ বার একই পথে হাঁটল ডেল।

ডেলের অন্যতম প্রধান ব্যবসা হল কম্পিউটার হার্ডওয়্যারের। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, পার্সোনাল কম্পিউটার বা পিসির চাহিদা ক্রমশ কমছে। সেই কারণেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। করোনা অতিমারির সময় পিসির চাহিদা বেড়েছিল। কিন্তু, অতিমারি শেষে সেই চাহিদা ক্রমশ তলানিতে ঠেকেছে। শিল্পক্ষেত্রে বিশ্লেষক সংস্থা আইডিসি জানিয়েছে, ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকে পিসির চাহিদা ক্রমশ কমেছে। যার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ডেলের। ওই সময়ে ডেলের পিসির চাহিদা ২০২১ সালের তুলনায় ৩৭ শতাংশ কমেছে। পিসি থেকেই প্রায় ৫৫ শতাংশ মুনাফা লাভ করে ওই সংস্থা।

ডেলের মতো কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অন্য তথ্য প্রযুক্তি সংস্থাগুলিও। পিসির বাজার রয়েছে এইচপি ইনকর্পোরেশনেরও। গত নভেম্বরে ওই সংস্থাও ৬ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। সিসকো সিস্টেমস ইনকর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল বিজ়নেস মেশিনস কর্পোরেশনেও প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটায়ের কথা জানিয়েছে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে গত বছর ৯৭ হাজার ১৭১ ছাঁটাই হয়েছে। যা নজিরবিহীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্য বিষয়গুলি:

Dell Job IT international news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy