Advertisement
১৭ জানুয়ারি ২০২৫
Jellyfish

সমুদ্রসৈকতে ভেসে আসছে শ’য়ে শ’য়ে মৃত জেলিফিশ! মৃত্যুর কারণ নিয়ে ধন্দ

সমুদ্রসৈকতে ভেসে আসছে কয়েকশো মৃত জেলিফিশ। কী কারণে জেলিফিশগুলির মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

কী কারণে জেলিফিশগুলোর মৃত্যু হয়েছে, তা  জানা যায়নি।

কী কারণে জেলিফিশগুলোর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। ছবি : বিডিনিউজ২৪ডটকম

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১৫:৪৭
Share: Save:

সমুদ্রসৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ। এমন ঘটনাই ঘটেছে বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতে। কেন এত মৃত জেলিফিশ ভেসে আসছে, এ নিয়ে ধন্দে সকলে।

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, শুক্রবার দুপুরে কলাতলি, বড়ছড়া, দরিয়ানগর এলাকায় কমপক্ষে শতাধিক মৃত জেলিফিশ পড়ে থাকতে দেখা গিয়েছে।

এর আগে, চলতি বছরের অগস্ট মাসেও সৈকত এলাকায় একাধিক মৃত জেলিফিশ পড়ে থাকতে দেখা গিয়েছিল। বাংলাদেশের পরিবেশ ও মৎস্য বিশেষজ্ঞরা মনে করছেন, সমুদ্রে মাছ ধরার ট্রলারের জাল ও চিংড়ি ধরার ট্রলিং জাহাজের জালে আটকে ওই জেলিফিশগুলির মৃত্যু হয়েছে। তাঁদের মতে, মৃত্যুর পর জোয়ারের দলে জেলিফিশগুলি ভেসে এসেছে।

প্রথম আলোকে কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানিয়েছেন যে, কলাতলি, দরিয়ানগর, হিমছড়ি, ইনানি এলাকায় মৃত জেলিফিশ ভেসে আসতে দেখা গিয়েছে। বেশ কয়েকটি মৃত জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ও সমুদ্রবিজ্ঞানী সইদ মাহমুদ বেলাল হায়দরের নেতৃত্বে এক দল মৎস্যবিজ্ঞানী। মৃত জেলিফিশগুলির একেকটি ওজন ১০-১৮ কেজি।

অন্য বিষয়গুলি:

Bangladesh international news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy