বালোচিস্তানে জাফর এক্সপ্রেস ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই আবার বালোচিস্তানেই পাক সেনার কনভয়ে হামলা হল শনিবার। তুরবত শহরে সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটানো হয় বলে স্থানীয় সূত্রে খবর। কনভয়ে থাকা বেশ কয়েক জন সেনা আহত হয়েছেন জোরালো বিস্ফোরণে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও এই হামলার দায় এখনও স্বীকার করেনি কেউই। তবে জাফর এক্সপ্রেস অপহরণের ঘটনার পর এই হামলায় বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র হাত রয়েছেন বলে মনে করছে পুলিশ।
উল্লেখ্য, গত মঙ্গলবার বালোচিস্তানের বোলানে মাশকাফ সুড়ঙ্গে জাফর এক্সপ্রেস অপহরণ করে বালোচ বিদ্রোহীরা। প্রায় ৩০ ঘণ্টা ধরে পাক সেনার অভিযানে উদ্ধার হন যাত্রীরা। পাক সেনার দাবি, সব বিদ্রোহীর মৃত্যু হয়েছে এই অভিযানে। বিদ্রোহীদের পাল্টা দাবি, ৩০ জন সেনার মৃত্যু হয়েছে সংঘর্ষে। এই ঘটনার পর পরই বালোচ বিদ্রোহীদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, পাক সেনা যদি তাঁদের উপর হামলার চেষ্টা করে, তা হলে তাঁদের পরবর্তী নিশানা হবে ইসলামাবাদ। সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে বালোচিস্তানে সেনার কনভয়ে হামলা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
শুক্রবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণে ওয়াজ়জিরিস্তানের একটি মসজিদে আত্মঘাতী হামলা হয়। ওই দিন দুপুরে আজ়ম ওয়ারশাক বাইপাস রোডের মৌলানা আব্দুল আজ়িজ় মসজিদে প্রার্থনার সময় আইইডি বিস্ফোরণ ঘটে। মনে করা হচ্ছে, এই হামলার ঘটনার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠন রয়েছে। এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সন্দেহের তির বিএলএ-র দিকেই।