সংগৃহীত ছবি
১১ দিন পর যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইজরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। দু’সপ্তাহ ধরে গাজা ভূখণ্ডে চলা অশান্তির ইতি পড়েছে। ইজরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক বৈঠকে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এমনই দাবি করেছে দেশের সংবাদমাধ্যমগুলি। যদিও হামাসের এক নেতা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যুদ্ধ জয়ের কথা ঘোষণা করেছেন। যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে দাবি করেছে হামাসের ওই নেতা। শুক্রবার গাজা সিটিতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তিনি দাবি করেছেন, ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে তাঁরা জয় পেয়েছেন।
গাজা উপত্যকায় ইসলামপন্থী আন্দোলনের দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল-হাইয়া বলেন, ‘‘এটি বিজয়ের উচ্ছ্বাস।’’ ইজরায়েলের বিমান হামলায় ধ্বংস হওয়া বাড়িগুলি পুনরায় তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ইজরায়েল ও গাজার মধ্যে শান্তি ফেরাতে বড় ভূমিকা নিয়েছে মিশর। গাজার দ্বিতীয় শক্তিধর ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীও এগিয়ে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় সবপক্ষ একমত হয়।
গাজার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, ১০ মে থেকে ইজরায়েলি হামলায় ৬৫ জন শিশু-সহ ২৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৯০০ জন। হামাস দাবি করেছে, বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই। পাল্টা ইজরায়েল সেনা দাবি করেছে, হামাস ও অন্যান্য ইসলামপন্থী সশস্ত্র দলগুলি ইজরায়েলের দিকে প্রায় সাড়ে ৪ হাজার রকেট ছুড়েছে। তবে এর বেশিরভাগকেই ‘ডোম এয়ার ডিফেন্স’ দিয়ে আটকানো গিয়েছে। পুলিশ জানিয়েছে, রকেট হামলায় ইজরায়েলে ২ শিশু, ১ সেনা-সহ ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ভারতীয় ও ২ জন থাইল্যান্ডের নাগরিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy