টানা তিন দিন ধরে হামাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গাজ়ার রাস্তায় নেমেছেন অসংখ্য প্যালেস্টাইনি। ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ফলপ্রসূ না হওয়া, যুদ্ধ শুরুর পর থেকে ক্রমাগত আর্থিক ক্ষতির পরিমাণ বাড়তে থাকা নিয়ে হতাশার জেরেই এমন প্রতিবাদ, দাবি গাজ়াবাসীর। যদিও সম্প্রতি হামাস দাবি করেছে, এই প্রতিবাদ ইজ়রায়েলের বিরুদ্ধে। হামাস পরিচালিত সরকারের এক আধিকারিক বাসেম নাইম সংবাদমাধ্যমে বলেছেন, ‘যুদ্ধ এবং ধ্বংসের বিরুদ্ধে এই বিক্ষোভ প্রদর্শন করছেন সাধারণ মানুষ’।
হামাস-ইজ়রায়েল যুদ্ধ শুরুর দিন থেকে এখনও পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যত দিন যাচ্ছে, নিহতের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে। হামলার জেরে ধ্বংস হয়ে গিয়েছে হাজার হাজার বাড়ি-আবাসন-স্কুলও। মাঝে সম্পূর্ণ যুদ্ধবিরতি নিয়ে গাজ়াবাসী আশাবাদী হলেও এখনও তা হওয়ার কোনও সম্ভাবনাই নেই বলে খবর। এর পরেই গত মঙ্গলবার থেকে উত্তর গাজ়ার নানা জায়গায় চলা প্রতিবাদ কর্মসূচিতে নানা সময়ে হামাস বিরোধী স্লোগান উঠে এসেছে। কখনও বেট লোহিয়ার রাস্তায় ‘হামাস চলে যাও’, ‘হামাস জঙ্গি!’-র মতো স্লোগান উঠেছে। কখনও আবার দের আল-বালার রাস্তায় উঠেছে ১৮ মাস ধরে চলতে থাকা হামাস সরকার বিরোধী স্লোগান। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এক বিক্ষোভকারী বলেন, ‘আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে। বাড়ি-ঘর ভেঙে ফেলা হচ্ছে’। বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই প্রতিবাদ যুদ্ধ, হামাস, ইজ়রায়েল এবং তা নিয়ে বিশ্বের নীরবতার বিরুদ্ধে’।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)