(বাঁ দিকে) জুলিয়েন নাভাস এবং (ডান দিকে) ৭.৬ ক্যারাট হিরে। —ছবি: সংগৃহীত।
মূল্যবান ধনরত্নের জন্য বিখ্যাত আমেরিকার ডায়মন্ডস স্টেট পার্ক। ফ্রান্স থেকে সেখানেই ঘুরতে গিয়েছিলেন জুলিয়েন নাভাস। তবে ঘুরতে গিয়ে যে হিরের সন্ধান পাবেন, তা ভাবতে পারেননি তিনি। ১১ জানুয়ারি আমেরিকার ওই পার্কে ঘোরার সময় ৭.৬ ক্যারাট ওজনের হিরে খুঁজে পান জুলিয়েন। গাঢ় বাদামি রঙের হিরে দেখে প্রথমে চিনতে পারেননি তিনি।
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ফ্লোরিডায় একটি অনুষ্ঠান উপলক্ষে গিয়েছিলেন জুলিয়েন। সেখান থেকে বন্ধুদের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তাঁর। যাওয়ার পথে আমেরিকার পার্কে ঘুরতে যান তিনি। পার্কে ঘুরতে ঘুরতে হঠাৎ বিশালাকার একটি হিরে খুঁজে পান জুলিয়েন। পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, ওই হিরের ওজন ৭.৬ ক্যারাট।
এই প্রসঙ্গে জুলিয়েন বলেন, ‘‘এমন ভাবে হিরে খুঁজে পাব তা স্বপ্নেও ভাবিনি। আমার বাগ্দত্তাকে আগে জানাব আমি ঠিক কী খুঁজে পেয়েছি।’’
হিরে নিয়ে জুলিয়েন কী করবেন তা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘এই হিরে দু’ভাগে ভাগ করে এক ভাগ আমার বাগ্দত্তাকে উপহার দেব। দ্বিতীয় ভাগটি আমার কন্যাকে দেব। আমার কাছে তা স্মৃতিস্বরূপ রয়ে যাবে।’’ ভবিষ্যতে কন্যাকে নিয়ে আবার এই পার্কে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জুলিয়েন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy