ইসলামাবাদে ভুয়ো কলসেন্টারের সন্ধান মিলতেই সেখানে চলল অবাধে লুটপাট। খবর চাউর হতেই কলসেন্টারে হুড়মুড়িয়ে ঢুকে পড়েন স্থানীয়েরা। তার পরই সেখান থেকে যে যা পেরেছেন তুলে নিয়ে গিয়েছেন। সূত্রের খবর, ওই কলসেন্টারে একশোরও বেশি লোক জোর করে ঢুকে পড়েন। তার পর ডেস্কটপ, ল্যাপটপ, টেবিল, চেয়ার-সব বিভিন্ন আসবাব, এমনকি ওই সেন্টারের বৈদ্যুতিক আলো, তার কোনও কিছুই বাদ দেননি তাঁরা।
সম্প্রতি ভুয়ো কলসেন্টারের হদিস পায় পাকিস্তানের ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। সেই খবর পাওয়ার পর সোমবার ওই কলসেন্টারে তল্লাশি অভিযানে যায় তদন্তকারী সংস্থাটি। এফআইএ সূত্রে খবর, ইসলামাবাদের সেক্টর এফ-১১-এ ওই কলসেন্টারটি চালাচ্ছিলেন কয়েক জন চিনা নাগরিক। গোপন সূত্রে এফআইএ-র কাছে খবর আসে, ইসলামাবাদের একটি কলসেন্টার থেকে নানা রকম অবৈধ কাজকর্ম চলছে। সেই খবর পেয়েই সোমবার তল্লাশি অভিযানে যায় এফআইএ।
তদন্তকারীরা কলসেন্টার ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই স্থানীয়দের ভিড় আছড়ে পড়ে সেখানে। তার পর যে যা হাতের সামনে পেয়েছেন, সেগুলিই লুটপাট করে নিয়ে গিয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এফআইএ সূত্রে খবর, ভুয়ো কলসেন্টার চালানোর ঘটনায় কয়েক জন বিদেশি-সহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। লুটপাটের ঘটনা পাকিস্তানে প্রথম নয়। গত বছরের সেপ্টেম্বরে করাচিতে একটি শপিং মলে কয়েকশো লোকজন ঢুকে অবাধে লুটপাট চালানোর অভিযোগ ওঠে।