বাংলাদেশে নতুন রাজনৈতিক দল ঘোষণার দু’দিন আগে তৈরি হল নয়া ছাত্রসংগঠন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়কেরা বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন ছাত্রসংগঠনের নাম ঘোষণা করেন। নতুন ছাত্রসংগঠনের নাম এবং পদাধিকারীদের নাম ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে কোন পক্ষের কত জন পড়ুয়া থাকবেন, তা নিয়ে দু’পক্ষের মধ্যে গোলমাল এবং হাতাহাতি হয় বলে অভিযোগ।
বাংলাদেশের ওই নতুন ছাত্রসংগঠনের নাম দেওয়া হয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সদস্যসচিব-সহ অন্য পদাধিকারীদেরও নাম ঘোষণা করা হয়। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, ওই সময়েই গোলমাল বাধে দু’পক্ষের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক দল পড়ুয়া সেখানে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, সংগঠনের কমিটিতে তাঁদেরও পর্যাপ্ত সংখ্যক পদ লাগবে। তা নিয়ে দু’পক্ষের পড়ুয়াদের মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। প্রথম আলো অনুসারে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণার সময়ে একপ্রস্ত হাতাহাতি হয় দু’পক্ষের। পরে বিকেলে নতুন ছাত্র সংগঠনের মিছিলের সময়ে দ্বিতীয় দফায় এবং সন্ধ্যায় আরও এক দফায় দু’পক্ষের হাতাহাতি হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:
বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, নতুন ছাত্রসংগঠনে তাঁদের ‘সঠিক প্রতিনিধিত্ব’ চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়কদের উদ্যোগে তৈরি এই নতুন ছাত্রসংগঠনে পদাধিকারী বাছাইয়ের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরই প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী পড়ুয়াদের। বিক্ষোভকারী পড়ুয়ারা ‘বৈষম্যের’ বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ‘সিন্ডিকেট’-এর বিরুদ্ধেও স্লোগান তোলেন তাঁরা।