ভোটের আগে আবার অশান্ত পাকিস্তান। শুক্রবার করাচিতে পাক নির্বাচন কমিশনের দফতরের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে একে জঙ্গিহানার ঘটনা বলেই মনে করছে পুলিশ।
করাচি পুলিশ জানিয়েছে, সদর এলাকায় নির্বাচন পরিচালনকারী শীর্ষ সংস্থা ‘ইলেকশন কমিশন অব পাকিস্তান’ (ইসিপি)-র প্রাদেশিক সদর দফতরের গাড়ি রাখার জায়গায় বিস্ফোরক ভরা একটি প্লাস্টিকের ব্যাগ রেখে গিয়েছিল দুষ্কৃতীরা। গাড়ি পরিষ্কার করার সময় এক কর্মী ব্যাগটি দেখতে পান। পরে তিনি সেটিকে সদর পাসপোর্ট কার্যালয়ের চৌহদ্দির পাশে ছুড়ে ফেলতেই বিস্ফোণ ঘটে।
আরও পড়ুন:
ডিআইজি আসাদ রাজা বলেন, ‘বোমাটি’র ওজন প্রায় ৪০০ গ্রাম। এটির সঙ্গে একটি সময় নিয়ন্ত্রণ যন্ত্র (টাইম ডিভাইস) সংযুক্ত ছিল।’’ আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির ভোট। প্রাদেশিক আইনসভাগুলিরও নির্বাচন হচ্ছে একই সঙ্গে। মূল প্রতিদ্বন্দ্বিতা দুই প্রাক্তন প্রধানমন্ত্রী— ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান এবং শাহবাজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর মধ্যে। এ ছাড়া রয়েছে প্রাক্তন পাক মন্ত্রী বিলাবল ভুট্টোর দল পাকিস্তান পিপলস্ পার্টি (পিপিপি)।