Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
News Of The Day

লক্ষ্য সিজিও, মশাল মিছিল জুনিয়র ডাক্তারদের। আবাস যোজনার সমীক্ষা নিয়ে চাপানউতর। আর কী কী

উপনির্বাচনের কারণে রাজ্যের ৫টি জেলা বাদে বাকি জেলাগুলিতে আবাস যোজনার চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা শুরু হয়েছে। এই সমীক্ষার সময়ে তালিকায় নাম থাকা উপভোক্তাদের তাঁদের বর্তমান বাড়ির সামনে সশরীরে উপস্থিতি থাকা বাধ্যতামূলক।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ০৬:৫০
Share: Save:

মেডিক্যাল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স, জুনিয়র ডাক্তারদের মশাল মিছিল

আরজি কর-কাণ্ডের দ্রুত বিচার চেয়ে এক ছাতার তলায় এসেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌স’ এবং নাগরিক সমাজের প্রায় ৮০টি সংগঠন। নাম দেওয়া হয়েছে ‘অভয়া মঞ্চ’। আজ ওই ৮০টি সংগঠন দ্রুত বিচারের দাবিতে সল্টলেকে সিবিআই দফতর সিজিও কমপ্লেক্স অভিযান করবে। যে কর্মসূচির কথা জানিয়েছে ‘অভয়া মঞ্চ’, তার মধ্যে অন্যতম সিবিআইয়ের কাছে দ্রুত তদন্তপ্রক্রিয়া শেষ করার আর্জি। তার পর আগামী ৪ নভেম্বর ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি নিয়েছে তারা। ৭ নভেম্বর রয়েছে, ‘জনতার চার্জশিট’ কর্মসূচি। অন্য দিকে, জুনিয়র ডক্টর্‌স’ ফ্রন্ট আজ মেডিক্যাল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মশাল মিছিলের ডাক দিয়েছে। আবার জুনিয়র ডক্টর্‌স’ অ্যাসোসিয়েশন আজ নির্য়াতিতার জন্য দ্রুত ন্যায়বিচার এবং যে বা যারা দোষী তাদের ফাঁসির দাবিকে সামনে রেখে দুপুর দেড়টা নাগাদ প্রাচী সিনেমা হল থেকে শিয়ালদহ আদালত অবধি জমায়েতের ডাক দিয়েছে। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

রাজ্যে আবাস যোজনার সমীক্ষা নিয়ে চাপানউতর

উপনির্বাচনের কারণে রাজ্যের ৫টি জেলা বাদে বাকি জেলাগুলিতে আবাস যোজনার চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা শুরু হয়েছে। এই সমীক্ষার সময়ে তালিকায় নাম থাকা উপভোক্তাদের তাঁদের বর্তমান বাড়ির সামনে সশরীরে উপস্থিতি থাকা বাধ্যতামূলক। কারণ, সমীক্ষার সময়ে উপভোক্তার ছবি, তাঁর বাড়ির ছবি-সহ পোর্টালে আপলোড করা হচ্ছে। করা হচ্ছে জিও ট্যাগিংও। কিন্তু সমীক্ষার শুরু থেকেই পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে সমস্যা শুরু হয়। তাঁরা কর্মসূত্রে বাড়ির বাইরে রয়েছেন। তাই তাঁদের নাম তালিকায় থাকা উপভোক্তা হিসাবে কাটা পড়তে চলেছিল শারীরিক উপস্থিতি না থাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দেন, আবাসের সমীক্ষার জন্য পরিযায়ী শ্রমিকেরা না থাকলেও চলবে, প্রয়োজন শ্রমিকদের কোনও নিকট আত্মীয়ের। তবু বিতর্ক অব্যাহত। মঙ্গলবার বিক্ষোভের মুখে পড়েন সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা। অন্যান্য জেলায় পরিস্থিতি ঠিক কেমন, আজ নজর থাকবে সেই সংক্রান্ত খবরে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

তন্ময়ের বিরুদ্ধে মহিলা ‘হেনস্থা’র দলীয় তদন্ত

তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নিয়েছে সিপিএম। ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দলীয় তদন্তও শুরু হয়েছে। আজ সেই তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে। গত রবিবার দুপুরে এক মহিলা সাংবাদিক ফেসবুক লাইভে অভিযোগ করেন, তিনি তন্ময়ের বরাহনগরের বাড়িতে সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। তখন তন্ময় তাঁর কোলে বসে পড়েন! ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। তন্ময়ের বিরুদ্ধে পুলিশি তদন্তও শুরু হয়েছে। সোম এবং মঙ্গল— পর পর দু’দিন তন্ময়কে বরাহনগর থানায় ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। আজ এই তদন্তের গতিপ্রকৃতি নজরে থাকবে।

একের পর এক বিমানে বোমাতঙ্ক, কী ভাবছে কেন্দ্র

একের পর এক বিমানে বোমাতঙ্কের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র। নরেন্দ্র মোদী সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। কারা এই ভুয়ো খবর ছড়াচ্ছে, তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। বেশির ভাগ ক্ষেত্রেই সমাজমাধ্যমে ছড়ানো হচ্ছে বোমাতঙ্কের কথা। সে দিকে নজর রেখে এক্স (সাবেক টুইটার), মেটার মতো সমাজমাধ্যমকে আরও সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবারও নতুন করে ৩২টি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে। এ ব্যাপারে কেন্দ্র কী পদক্ষেপ করে নজর থাকবে আজ সেই খবরে।

ভূত চতুর্দশীতে রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ ভূত চতুর্দশীর দিন দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা শুষ্ক থাকবে। তবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। দু’-এক জায়গাতেই হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের আট জেলাতেই ভূত চতুর্দশীর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার কিছু অংশে হতে পারে সেই বৃষ্টি। সর্বত্র হবে না। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

অন্য বিষয়গুলি:

News of the Day Kali Puja 2024 Junior Doctors RG Kar Medical College and Hospital Incident Tanmoy Bhattacharya Bomb Threat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy