গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বিধানসভার অধিবেশন, তৃণমূলের প্রস্তাবে ‘কেন্দ্রীয় বঞ্চনা’, বিজেপি কী করবে
পশ্চিমবঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছে। আজ রাজ্যের প্রতি ‘কেন্দ্রীয় বঞ্চনা’ নিয়ে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। এই সংক্রান্ত আলোচনা হতে পারে সভাকক্ষে। আজ বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সূত্রের খবর, যে হেতু তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে, তাই বিজেপির অধিকাংশ বিধায়ককে আজ অধিবেশনে উপস্থিত থাকতে বলেছেন শুভেন্দু। পাশাপাশি, একটি বিষয়ে মুলতুবি প্রস্তাবও আনতে পারেন তিনি। তা নিয়ে আজকের অধিবেশন উত্তপ্ত হতে পারে। এর আগে বিধানসভায় রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব এনেছিল বিজেপি। কিন্তু তা নিয়ে আলোচনার অনুমতি মেলেনি। ফলে ওয়াক আউট করেছিলেন বিজেপি বিধায়কেরা। বৃহস্পতিবার বিধানসভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভাষণ দেওয়ার পরেই ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা হন তিনি। আগামী সপ্তাহে বিধানসভায় ওয়াকফ নিয়ে বিল আনার ভাবনা রয়েছে তৃণমূলের। এই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।
পর পর মুলতুবি, সংসদে স্বাভাবিক কাজকর্ম হবে কি
সংসদের শীতকালীন অধিবেশন প্রায় প্রতি দিনই মধ্যাহ্নের আগেই মুলতুবি হয়ে যাচ্ছে। আজ অধিবেশনের চতুর্থ দিনে কতটা স্বাভাবিক ভাবে হবে সংসদের কাজকর্ম তা নিয়ে সন্দেহ থাকছেই। আদানি ‘ঘুষকাণ্ড’, মণিপুর পরিস্থিতি নিয়ে এখনও সংসদে কোনও আলোচনা হয়নি। সরকার পক্ষের লক্ষ্য এই অধিবেশনে ১৫টি বিল পাশ করানো। এই পরিস্থিতিতে তা কতটা সম্ভব? আজ নজর থাকবে সংসদে।
‘কালীঘাটের কাকু’, সন্তু, শান্তনুদের হাজিরা কোর্টে
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ সন্তু গঙ্গোপাধ্যায়কে হেফাজতে পেয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে দাবি করেছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় ভূমিকা রয়েছে সন্তুর। শান্তনু চাকরিপ্রার্থীদের কাছ থেকে কয়েক কোটি টাকা তুলেছেন বলেও আদালতে জানিয়েছে সিবিআই। ২৯ নভেম্বর পর্যন্ত সন্তু এবং শান্তনুকে সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দেন বিচারক। আজ আবার তাঁদের বিচারভবনে হাজির করানো হবে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকেও শুক্রবার আদালতে হাজির করানো হবে। তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারের হাসপাতালে রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে গত শুনানিতে আদালতে সশরীরে হাজিরা দিতে পারেননি। জেল কর্তৃপক্ষের তরফে তাঁর অসুস্থতার শংসাপত্র (আনফিট সার্টিফিকেট) পাঠানো হয়েছে বিচার ভবনে সিবিআই আদালতে। পাশাপাশি এ-ও জানানো হয়েছে, তাঁদের মনে হচ্ছে শুক্রবার আদালতে সশরীরে হাজির করানো যাবে তাঁকে। এর পরেই সিবিআই আদালত নির্দেশ দিয়েছে, শুক্রবার বেলা ১২টার মধ্যে হাজির করাতে হবে সুজয়কৃষ্ণকে। সিবিআই যে ‘শোন অ্যারেস্ট’-এর আবেদন করেছে, তা শুক্রবারই বিবেচনা করা হবে। এই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।
সংখ্যালঘু নেতার গ্রেফতারি এবং বাংলাদেশ-বিতর্ক
বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। এই আবহে সে দেশে একাধিক ধর্মীয় সংগঠন মিলে গড়ে তোলে সনাতনী জাগরণ মঞ্চ। সম্প্রতি ওই মিলিত মঞ্চের এক মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। তার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের একাধিক প্রান্তে প্রতিবাদে সরব হয়েছেন সংখ্যালঘুরা। যার আঁচ ছড়িয়েছে ভারতেও। বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে স্মারকলিপি জমা দিয়েছে সনাতনীদের একটি সংগঠন। চিন্ময়ের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে তারা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রও। ভারতীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সংসদে জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘু-সহ প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সে দেশের সরকারের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, বাংলাদেশের বিষয়ে কেন্দ্র যা পদক্ষেপ করবে, রাজ্যও সেই মতো চলবে। নাম না করে চিন্ময়ের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।
সপ্তাহান্তে বৃষ্টি, ঘূর্ণিঝড়! শীতের আমেজে কি ভাটা
বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। অভিমুখ তামিলনাড়ু উপকূল। শনিবার এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। তার জেরেই বাংলায় আপাতত ভাটা পড়েছে শীতের আমেজে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় ফেনজ়লের সরাসরি প্রভাব না পড়লেও সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলীয় জেলাগুলিতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy