কুমোরটুলির ট্রলি-কাণ্ড: সম্পত্তির কারণেই কি খুন, কী বলছে পুলিশি তদন্ত
পিসিশাশুড়ি সুমিতা ঘোষকে কেন খুন করেছেন ফাল্গুনী ঘোষ এবং তাঁর মা আরতি ঘোষ? সম্পত্তির জন্যই কি খুন? এই নিয়ে তৈরি হয়েছে ধন্দ। পুলিশ জানতে পেরেছে, অসমের যোরহাট এবং কলকাতায় কিছু সম্পত্তি রয়েছে নিঃসন্তান সুমিতার। তার জন্যই খুন করা হয়েছে কি না, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সে কথা জানার চেষ্টা করছে পুলিশ। আজ এই ঘটনার তদন্তে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেই খবরে নজর থাকবে।
ট্যাংরাকাণ্ড: দে পরিবারের দুই মহিলার হাত কেটেছিলেন কে
কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছিলেন, ট্যাংরায় দে পরিবারের তিন মহিলার খুনের ঘটনায় বাইরের কেউ জড়িত নন। ওই পরিবারেরই দুই ভাই প্রণয় এবং প্রসূন জড়িত রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন মহিলাকে কে ‘খুন’ করেছেন, তা নিয়ে দুই ভাই প্রণয়-প্রসূন যে বয়ান দিয়েছেন, তাতে কিছু অসঙ্গতি রয়েছে। সে সবই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আজ এই ঘটনার তদন্তে নতুন কিছু উঠে আসে কি না সেই দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
সুতন্দ্রার মৃত্যুতে দায় কার, পানাগড়কাণ্ডে দাবি ও পাল্টা দাবি
হুগলির ২৭ বছরের যুবতী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু ঘিরে তিন ধরে তোলপাড় চলছে। রবিবার পশ্চিম বর্ধমানের পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার তথা ওই নৃত্যশিল্পীর। পরিবারের দাবি, দুষ্কৃতী-দৌরাত্ম্যে খুন হয়েছেন সুতন্দ্রা। তাঁর গাড়িকে ধাওয়া করে কয়েক জন ‘ইভটিজ়ার’। তার পরেই গাড়ি উল্টে গিয়ে মৃত্যু হয়েছে সুতন্দ্রার। অন্য দিকে, পুলিশের দাবি দু’টি গাড়ির রেষারেষিতে মারা গিয়েছেন সুতন্দ্রা। ‘ইভটিজ়িং’-এর কোনও ঘটনা ঘটেনি। এই দাবি এবং পাল্টা দাবি নিয়ে সরগরম পরিস্থিতি। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন মৃতার মা। প্রশ্ন তুলেছেন রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে। পুলিশ কি নতুন কোনও তথ্য দেবে? আজ পানাগড়কাণ্ডের ঘটনাপ্রবাহের দিকে নজর থাকবে।
বাংলাদেশ: নতুন দল গঠনের প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি
বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে। আগামী শুক্রবার তা গঠিত হওয়ার কথা। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এবং অন্য একটি নাগরিক মঞ্চ ‘জাতীয় নাগরিক কমিটি’ যৌথ ভাবে এই দল গঠন করছে। নয়া রাজনৈতিক দলে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া নাহিদ ইসলামকে। যদিও আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কোনও ঘোষণা হয়নি এখনও। কে কোন দায়িত্বে থাকবেন, সব শুক্রবারই ঘোষণা হতে পারে। দলের কী নাম হবে, তা-ও এখনও প্রকাশ্যে আসেনি। চূড়ান্ত ঘোষণার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলাদেশের তরুণদের নতুন রাজনৈতিক দল এবং সে দেশের সার্বিক পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
নতুন করে মিলবে না শীতের আমেজ, বাড়বে কি তাপমাত্রা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বরং সপ্তাহান্তে তাপমাত্রা আরও বাড়তে পারে। এমনকি, মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে অনুমান আবহবিদদের! আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।