ট্যাংরায় কেন তিন খুন, কী রহস্য দে পরিবারে? কোন পথে লালবাজারের তদন্ত
ট্যাংরায় দুই বধূ-সহ তিন জনকে খুনই করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট থেকে সেই তথ্য স্পষ্ট। কিন্তু কারা খুন করলেন, কেনই বা খুন করলেন, এখনও তা নিয়ে ধন্দে পুলিশ। যত দিন যাচ্ছে, দে পরিবারের অন্দরের রহস্য যেন আরও জট পাকিয়ে যাচ্ছে। এখনও রুবির একটি হাসপাতালে চিকিৎসাধীন দে পরিবারের দুই ভাই প্রণয় এবং প্রসূন। আইসিইউতে রাখা হয়েছে তাঁদের বাড়ির ছেলে ১৪ বছরের প্রতীপকেও। পুলিশ ইতিমধ্যে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু অনেক প্রশ্নের উত্তর এখনও অধরা। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়ে তিন ঘণ্টা গাড়ি নিয়ে কোথায় ঘুরছিলেন দুই ভাই? কেনই বা ঘুমের ওষুধ খেয়েও তাঁদের কিছু হল না? ঘুমের মধ্যে কেন খুন করা হল দুই বধূকে? পুলিশ এ সব প্রশ্নের উত্তর খুঁজছে। লালবাজারের তদন্ত কোন পথে এগোয়, তার দিকে নজর থাকবে আজ।
পার্থের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে
নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের মামলায় কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আজ বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চে শুনানি রয়েছে। বেলা ১১টা নাগাদ সুপ্রিম কোর্টে পার্থের আবেদনের শুনানি হবে। প্রসঙ্গত, এর আগে ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পার্থ। এখন সিবিআইয়ের মামলায় তিনি জেলবন্দি রয়েছেন। জামিন চেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন পার্থ। তাঁকে জামিন দেওয়া নিয়ে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য তৈরি হয়। পরে ওই মামলা তৃতীয় বেঞ্চে যায়। গত বছর ২৪ ডিসেম্বর বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে পার্থ।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
‘রহস্যময়ী’র পরিচয় কী, হাওড়ায় ওসি-কে গুলির তদন্তের গতিপ্রকৃতি
হাওড়ায় গুলিবিদ্ধ হয়েছেন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। সেই ঘটনায় অকুস্থলে এক যুবতীর উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে রহস্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাদা গাড়ির সামনে যখন লুটিয়ে পড়েছিলেন জয়ন্ত, সেই সময় গাড়ির ভিতরে ছিলেন ওই যুবতী। তাতেই নানা প্রশ্ন উঠছে। প্রশ্ন, ওই যুবতী কি জয়ন্তকে চেনেন? চিনলে কী ভাবে? গোটা ঘটনায় তাঁর কী ভূমিকা? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। আজ সে দিকে নজর থাকবে। ইতিমধ্যেই জয়ন্তকে আইসির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ করা হয় কি না, নজর থাকবে সে দিকেও।
‘ভারতের ভোটে হস্তক্ষেপ’ নিয়ে ট্রাম্প-মন্তব্যে বিতর্ক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্কের কথা অস্বীকার করেন না আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সুসম্পর্কের জন্য ভারতকে কোনও ছাড় দিতে চান না তিনি। ভারতে ভোটারদের বুথমুখী করতে প্রায় ১৮২ কোটি টাকা (২ কোটি ১০ লক্ষ ডলার) অনুদান দিত আমেরিকা। ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই অনুদান বাতিল করে দেওয়া হয়েছে। ভারতে ভোটদানের হার বৃদ্ধি করতে কেন আমেরিকা অর্থ ঢালবে, তা নিয়ে প্রশ্ন ট্রাম্পের। পূর্বসূরি বাইডেনকে নিশানা করে ট্রাম্প বলেন, “আমার মনে হয়, কাউকে জেতানোর চেষ্টা করা হয়েছিল। আমরা বিষয়টি ভারত সরকারকে জানিয়েছি।” তাঁর এই মন্তব্যের পর ভারত কী অবস্থান নেয়, বিতর্কই বা কোন দিকে গড়ায়, নজর থাকবে আজ।
বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দাবি, অতীতের যে কোনও সময়ের চেয়ে সে দেশ এখন ‘বেশি শক্তিশালী’। বৃহস্পতিবার ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ঘটনাচক্রে, চলতি সপ্তাহেই দিল্লিতে বিএসএফের সঙ্গে শীর্ষ আধিকারিক স্তরের বৈঠক করেছে বিজিবি। অন্য দিকে, বাংলাদেশে নির্বাচন আয়োজন করার দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।
বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, ভিজবে উত্তরও, তাপমাত্রা কি কমবে
আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। তবে টানা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী পাঁচ দিনে রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান এবং অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এ ছাড়া বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সঙ্গে উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে এগোচ্ছে নতুন একটি পশ্চিমি ঝঞ্ঝা। এ সবের কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে।