গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’কে কোর্টে হাজির করাবে সিবিআই
আদালতের নির্দেশে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে হেফাজতে পেয়েছিল সিবিআই। আজ পর্যন্ত তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকবেন বলে জানিয়েছিলেন বিচারক। সেই মতো আজ তাঁকে আদালতে হাজির করানো হবে। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ। গত ১৭ ডিসেম্বর তাঁকে হেফাজতে নেয় সিবিআই। আজ আদালত কী বলে সেই সংক্রান্ত খবরে নজর থাকবে।
ইন্দিরার পর এ বার মোদী, কুয়েত সফরে প্রধানমন্ত্রী
দু’দিনের সফরে আজ কুয়েত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার দশকেরও বেশি সময় পরে ভারতীয় কোনও প্রধানমন্ত্রী কুয়েত সফরে যাচ্ছেন। শেষ গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। ১৯৮১ সালে। ইন্দিরার সফরের ৪৩ বছর পর ফের কুয়েত সফরে ভারতীয় প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন মোদী। এ বারের সফরে মোদী এবং কুয়েতের আমিরের বৈঠকে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক-সহ বহুমুখী সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। কুয়েতের অন্যতম প্রধান বাণিজ্যিক সঙ্গী ভারত। ২০২৩-২৪ অর্থবর্ষে ১০.৪৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে দু’দেশের মধ্যে। পাশাপাশি, পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি এই সফরের গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে বলে মনে করা হচ্ছে। কৌশলগত অবস্থানের দিক থেকে মোদী জমানায় পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার চেষ্টা দেখা গিয়েছে। তবে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে গত ১০ বছরে কুয়েত সফর হয়ে ওঠেনি মোদীর। গত অগস্টে কুয়েত সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর পর চলতি মাসের শুরুতে দিল্লি থেকে ঘুরে গিয়েছেন কুয়েতের বিদেশমন্ত্রী। এই আবহে মোদীর কুয়েত সফরে কোন কোন বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।
অম্বেডকর-মন্তব্যকে ঘিরে বিতর্ক কোন দিকে গড়াবে
অমিত শাহের মন্তব্য ঘিরে দেশের রাজনীতিতে উত্তেজনা। কংগ্রেস-সহ কয়েকটি বিরোধী দল দাবি তুলেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের ইস্তফা দিতে হবে। কারণ, তিনি সংবিধানের প্রণেতা বাবাসাহেব অম্বেডকরকে ‘অপমান’ করেছেন। শাহ যদিও সাংবাদিক বৈঠকে বলেন, “অম্বেডকরকে অপমান করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না।” কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিক্ষোভ অব্যাহত। ‘অম্বেডকর অবমাননা’র অভিযোগ তুলে আগামী সোমবার রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই সংক্রান্ত বিতর্ক কোন দিকে গড়ায়, নজর থাকবে সেই খবরে।
হালকা বৃষ্টি জেলায় জেলায়, কড়া ঠান্ডা কবে পড়বে
কলকাতা-সহ রাজ্যের ১০ জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ দার্জিলিং, কালিম্পঙে হতে পারে তুষারপাতও। তবে আবার কড়া ঠান্ডার আমেজ রাজ্যে কবে মিলবে, তা এখনও স্পষ্ট নয়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
ধর্মতলায় ডাক্তারদের ধর্না কেমন চলছে
রাজ্য সরকারের আপত্তি অগ্রাহ্য করে ধর্মতলার মেট্রো চ্যানেলে চিকিৎসকদের ধর্নায় অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এর পরেই শুক্রবার সন্ধ্যায় সেখানে মঞ্চ বেঁধে ধর্নায় বসেন চিকিৎসকেরা। আজ এ সংক্রান্ত খবরে নজর থাকবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy