জিন্দলদের তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাসে মমতা ও সৌরভ
আজ দুপুরে শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে যোগ দিতে শালবনি যাবেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। শালবনিতে জিন্দলদের বিনিয়োগের প্রস্তাব কোন নতুন বিষয় নয়। যদিও সেই প্রস্তাব পেশ হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে। কিন্তু কারখানা শুরু করা যায়নি। ২০২৩ সালে শালবনিতে জিন্দলরা সিমেন্ট কারখানা করেছে। এ বার তৈরি হবে বিদ্যুৎ প্রকল্প। মুখ্যমন্ত্রী সোমবার তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাসের পর শালবনি থেকে যাবেন মেদিনীপুর। সেখানেই রাত্রিযাপন করবেন তিনি। পর দিন মুখ্যমন্ত্রী গোয়ালতোড়ে যাবেন প্রশাসনিক বৈঠক করতে। সেখানে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি বেশকিছু জনপরিষেবা মূলক প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী।
যোগ্য-অযোগ্যদের তালিকা এসএসসি কি প্রকাশ করবে
স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরির প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। রায় দিতে গিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, প্যানেল যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। তাই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে। সুপ্রিম কোর্টের ওই রায়ের পরে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে বলে জানায় এসএসসি। তারা জানিয়েছিল, তদন্ত করে সিবিআই যে সব ওএমআর শিট উদ্ধার করেছে সেগুলি প্রকাশ করা হবে ২১ তারিখের মধ্যে। সেই মতো ওই সব ওএমআর শিট বা যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা আজ প্রকাশ করা হয় কি না সে দিকে নজর থাকবে।
অযোগ্যদের বেতন ফেরতের মামলা হাই কোর্টে
এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলায় চিহ্নিত বা দাগি অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে আদালত জানিয়েছিল, ওই নিয়োগ প্রক্রিয়ার উদ্ধার হওয়া সব ওএমআর শিট এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে। হাই কোর্টের ওই নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। মূল মামলাকারীদের অভিযোগ, এত দিনেও আদালতের ওই নির্দেশ কার্যকর করা হয়নি। শিক্ষা দফতরের আধিকারিকদের বিরুদ্ধে তাঁরা আদালত অবমাননার মামলা করেন। আজ ওই মামলাটির শুনানি রয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। আদালত কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ভারত সফরে ট্রাম্পের ‘ডেপুটি’! মোদীর সঙ্গে বৈঠক ও নৈশভোজ
আজ ভারতে আসছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সকালে দিল্লির পালাম বিমানবন্দরে নামবেন তিনি। সঙ্গে থাকবেন তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা এবং তিন সন্তান— ইওয়ান, বিবেক এবং মিরাবেল। ভান্স এবং তাঁর পরিবারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নৈশভোজের আয়োজন করবেন বলে জানা গিয়েছে। তবে তার আগে মোদী এবং ভান্সের মধ্যে বৈঠক হওয়ারও কথা রয়েছে। সেই বৈঠকের দিকেই নজর অনেকের। সূত্রের খবর, মোদী–ভান্সের বৈঠকে উঠবে বাণিজ্যচুক্তি প্রসঙ্গ। চুক্তি দ্রুত চূড়ান্ত করার পথ আরও প্রশস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে শুল্কনীতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। আজ ভান্সের ভারত সফরের খবরের দিকে নজর থাকবে।
ঘরের মাঠে নামছে কেকেআর, সামনে শীর্ষে থাকা গুজরাত
টানা দু’টি অ্যাওয়ে ম্যাচ খেলার পর সোমবার আবার ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কেকেআর। সামনে গুজরাত টাইটান্স। শুভমন গিলের দল এ মরসুমে ভাল ছন্দে রয়েছে। দিল্লিকে হারিয়ে কলকাতায় খেলতে এসেছে তারা। সাত ম্যাচের চারটিতে হেরে ইতিমধ্যেই পয়েন্ট তালিকায় অনেক পিছিয়ে পড়েছে কলকাতা। আজও হারতে হলে প্লে-অফের স্বপ্ন ভাল মতো ধাক্কা খাবে। তাই জয়ে ফিরতে মরিয়া কেকেআর। অভিষেক নায়ার দলে যোগ দেওয়ায় তাঁর হাত ধরেই ফেরার স্বপ্ন দেখছে শাহরুখ খানের দল। সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।
সুপার কাপে জোড়া ম্যাচ, নামছে ওড়িশা, গোয়া
সুপার কাপে সোমবার জোড়া ম্যাচ। আইএসএলের পয়েন্ট তালিকায় মোহনবাগানের পিছনে দ্বিতীয় স্থানে শেষ করা এফসি গোয়া খেলতে নামছে। বিপক্ষে আই লিগের দল গোকুলম কেরল। এই ম্যাচ রয়েছে বিকেল ৪.৩০টা থেকে। পরের ম্যাচে ঘরের মাঠে খেলতে নামবে ওড়িশা এফসি। তাদের প্রতিপক্ষ আইএসএলেরই দল পঞ্জাব এফসি। সেই ম্যাচ শুরু রাত ৮টা থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস ৩ চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।
আর বৃষ্টি নয়, এ বার বৃদ্ধি পাবে গরম, কতটা?
বৈশাখের শুরুতে কালবৈশাখীর দাপট দেখেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে আপাতত আর বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এ বার গরম বাড়বে। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে চার থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে তাপামাত্রা। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি চলবে। সারা সপ্তাহ ধরেই উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার পর্যন্ত।