—ফাইল চিত্র।
আরজি কর মামলা: দোষী সঞ্জয়কে কী শাস্তি দেওয়া হবে, দুপুরে সাজা ঘোষণা
আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। বিচারক অনির্বাণ দাস শনিবার জানিয়েছেন, সঞ্জয়ের অপরাধ প্রমাণিত। তাঁকে শাস্তি পেতেই হবে। কী শাস্তি, তা সোমবার জানানো হবে। বেলা সাড়ে ১২টা নাগাদ বিচারকের এজলাস বসবে। সঞ্জয়, তাঁর আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনবেন বিচারক। তার পর সাজা শোনানো হবে দোষীকে। এই মামলায় সিবিআই যে চার্জশিট আদালতে জমা দিয়েছে, তাতে সঞ্জয়কেই একমাত্র দোষী হিসাবে চিহ্নিত করা হয়েছে। গত দু'মাস ধরে শিয়ালদহ আদালতে রুদ্ধদ্বার কক্ষে বিচারপ্রক্রিয়া চলছিল। অবশেষে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩(১) ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করল আদালত। এতে তাঁর সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড।
মালদহ, মুর্শিদাবাদ-সহ তিন জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা
সপ্তাহের প্রথম দিনেই জেলা সফরে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি যাবেন মুর্শিদাবাদে। সেখানে প্রশাসনিক সভা করবেন তিনি। এরপর তাঁর গন্তব্য হবে মালদহ জেলা। মালদহে কাউন্সিলর বাবলা সরকার খুন হওয়ার পর সেখানে যাচ্ছেন মমতা। তাই মনে করা হচ্ছে বাবলার স্ত্রী চৈতালী সরকারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। সেখানেও সরকারি জনসভায় বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা বিলি করবেন তিনি। এরপর মমতা যাবেন আলিপুরদুয়ারে, সেখানেও প্রশাসনিক সভা করার কথা তাঁর। নবান্ন সূত্রে খবর, জেলা সফর শেষ করে বৃহস্পতিবার কলকাতায় ফিরতে পারেন মুখ্যমন্ত্রী।
আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প, সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ভান্সও
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার সেই উপলক্ষে ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে বসবে জমজমাট অনুষ্ঠানের আসর। শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকায় এ বছরের শপথগ্রহণ অনুষ্ঠান ক্যাপিটল ভবনের ভিতরে হচ্ছে। ট্রাম্পের সঙ্গেই শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ২.২০ লক্ষ মানুষ টিকিট কেটেছিলেন। কিন্তু ক্যাপিটল ভবনের ভিতরে ৭০০-র বেশি মানুষের বন্দোবস্ত নেই। তাই বাকিদের জন্য অন্যত্র বড় স্ক্রিন বসিয়ে সেখানে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। রাতে রয়েছে নৈশভোজের আয়োজন।
যুদ্ধবিরতি গাজ়ায়, ইজ়রায়েল-হামাস কি শান্তিরক্ষা করবে
নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গাজ়া ভূখণ্ডে। প্রথমে স্থির ছিল গতকাল গাজ়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় (ভারতীয় সময় দুপুর ১২টা) ইজ়রায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে। কিন্তু হামাসের বিরুদ্ধে শর্তভঙ্গ করার অভিযোগ তোলে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। বেলায় হামাস তিন যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়ার পর যুদ্ধবিরতিতে সম্মতি জানায় ইজ়রায়েল। এত দিনের সংঘাতের পর দু’পক্ষই যুদ্ধবিরতির সব শর্ত মেনে চলে কি না, গাজ়ায় নতুন করে কোনও উত্তেজনার সৃষ্টি হয় কি না, সে দিকে আজ নজর থাকবে।
হাসপাতালে স্থিতিশীল সইফ, পুলিশ হেফাজতে ধৃত, কোন দিকে পরিস্থিতি
সইফ আলি খান ছুরিকাহত হওয়ার পর গতকাল প্রথম শরিফুল ইসলাম শাহেজ়াদ নামে এক যুবককে গ্রেফতার করে মুম্বই পুলিশ। ধৃত বাংলাদেশি নাগরিক কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও ইতিমধ্যেই তাঁকে পাঁচ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বান্দ্রা আদালত। অন্য দিকে সইফের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। গতকাল হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিল তৈমুর ও জেহ্। কবে তিনি বাড়ি ফিরবেন, কী জানান চিকিৎসক বা পরিবারের সদস্যেরা, নজর থাকবে সে দিকে।
বুদ্ধদেব স্মরণে ডিওয়াইএফআই
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা করবে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সোমবার মৌলালি যুবকেন্দ্রে হবে এই স্মরণসভা। উল্লেখ্য, এই সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বুদ্ধদেব। ১৯৬৮ সালে তৈরি হয়েছিল ডিওয়াইএফ। পরে ১৯৮০ সালে এই সংগঠন সর্বভারতীয় রূপ পায়।
কলকাতায় সামান্য নামল পারদ, জাঁকিয়ে ঠান্ডা কি পড়বে!
কলকাতায় সামান্য নামল তাপমাত্রার পারদ। তবে উত্তুরে হাওয়া এখনও বাধা পাচ্ছে। ফলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা দেখছেন না আলিপুরের আবহাওয়াবিদেরা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনেও তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়াই থাকবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy