Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
News Of The Day

২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে। ‘ক্রিসমাস ফেস্টিভ্যাল’-এর সূচনা। আর কী কী

আগামী সপ্তাহে বড়দিন। প্রতি বছর পার্ক স্ট্রিট সাজিয়ে বড়দিনের উৎসব পালন করে রাজ‍্য সরকারের পর্যটন দফতর। আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল’-এর সূচনা করবেন।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ০৬:২৮
Share: Save:

আজ এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। গত বৃহস্পতিবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সে দিন শুনানি হয়নি। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজ মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট করেছিল। সেই মতো সকাল ১১টা নাগাদ মামলাটি শুনতে পারে শীর্ষ আদালত।

এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে

এর আগে মামলাটি শুনেছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। গত বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব খন্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসার মামলাটি প্রথম বার তাঁর এজলাসে ওঠে। ওই দিন প্রধান বিচারপতি জানিয়েছিলেন, পুরো প্যানেল না কি কত বেআইনি চাকরি বাতিল হবে তা নিয়ে শুনানি হবে। বাকি বিষয়ে আদালত গুরুত্ব দেবে না। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দেয়। তার ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশও। হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এমতাবস্থায় আজ সুপ্রিম কোর্ট কী জানায় সে দিকে নজর থাকবে।

পার্ক স্ট্রিটে ‘কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল’-এর সূচনায় মুখ্যমন্ত্রী

আগামী সপ্তাহে বড়দিন। প্রতি বছর পার্ক স্ট্রিট সাজিয়ে বড়দিনের উৎসব পালন করে রাজ‍্য সরকারের পর্যটন দফতর। আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল’-এর সূচনা করবেন। মুখ্যমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, কলকাতার পুর কমিশনার ধবল জৈন-সহ অন্যেরা। ১৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত পার্ক স্ট্রিটে হবে ‘ফেস্টিভ্যাল’।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

‘এক দেশ এক ভোট’ বিল নিয়ে বিতর্ক

‘এক দেশ এক ভোট’ বিল পেশ হওয়ার আগে থেকেই বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার বিল লোকসভায় পেশ হওয়ার পরে তা আরও বেড়েছে। বিলটির গ্রহণযোগ্যতা এবং কোথাও সংযোজন বা বিয়োজনের প্রয়োজন রয়েছে কি না, তা যাচাই করতে পাঠানো হচ্ছে সংসদের যৌথ কমিটিতে। সংসদের সচিবালয় সূত্রে খবর, সেই কমিটির অন্যতম সদস্য হিসাবে থাকছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। সংবিধান সংশোধনী বিল পাশের জন্য লোকসভা এবং রাজ্যসভায় দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন প্রয়োজন। অর্থাৎ, লোকসভায় ৩০৭ এবং রাজ্যসভায় ১৫৮ জন সাংসদের সমর্থন লাগবে বিল পাশ করতে। যা এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সরকারের কাছে নেই। ‘এক দেশ এক ভোট’ ব্যবস্থা নিয়ে তাই মোদী সরকার আপাতত কিছুটা ‘ধীরে চলো’ নীতিতে এগোতে চাইছে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় ‘এক দেশ এক ভোট’ এবং সংসদের যৌথ কমিটি ঘিরে রাজনীতির চর্চা কোন পথে এগোয়, আজ নজর থাকবে সে দিকে।

কাশ্মীরে জঙ্গি-উদ্বেগ, পর্যালোচনা বৈঠকে শাহ

জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি কার্যকলাপের ঘটনা নতুন করে উদ্বেগ বৃদ্ধি করেছে কেন্দ্রের। এই আবহে আজ উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের পর এই প্রথম নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠকে বসছেন তিনি। শেষ বার এই বৈঠক হয়েছিল গত বছরের জুনে। সম্প্রতি কাশ্মীরে পর পর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। কখনও নিরাপত্তা বাহিনীর উপর হামলা হয়েছে, কখনও আবার নিরস্ত্র সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। রেহাই পাননি ভিন্‌রাজ্য থেকে কাজ করতে যাওয়া শ্রমিকেরাও। কাশ্মীরের পর্যটনের অন্যতম প্রাণকেন্দ্র শ্রীনগরেও সম্প্রতি জঙ্গি হামলা হয়েছে। এই পরিস্থিতিতে জঙ্গি দমনে বাহিনীর প্রস্তুতি পর্যালোচনা করতে বসছেন শাহ। পর্যালোচনা বৈঠকে বিভিন্ন বাহিনীর কর্তারা ছাড়াও থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, আইবি প্রধান তপন ডেকারও।

পৌষে কমল শীত, কতটা বৃদ্ধি পাবে তাপমাত্রা

পৌষের শুরুতেই শীতে মন্দা। চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরের কয়েকটি জায়গাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।

অন্য বিষয়গুলি:

News of the Day Supreme Court of India Park Street christmas One Nation One Vote Jammu and Kashmir Winter season
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy