Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
News Of The Day

রক্তে, লাশে ফের আতঙ্কের মণিপুর। অভিষেক-কন্যা মামলার শুনানি। ঘোষ কেন রোষানলে... আর কী কী

কাউন্সিলর সুশান্ত ঘোষকে কেন খুন করার ষড়যন্ত্র করেন ধৃত আফরোজ় খান ওরফে গুলজ়ার? তদন্তকারীরা এখনও ‘উদ্দেশ্য’ সম্পর্কে নিশ্চিত নন।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ০৭:০৬
Share: Save:

কসবা এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষকে কেন খুন করার ষড়যন্ত্র করেন ধৃত আফরোজ় খান ওরফে গুলজ়ার? তদন্তকারীরা এখনও ‘উদ্দেশ্য’ সম্পর্কে নিশ্চিত নন। তবে তাঁরা নিশ্চিত, এই খুনের চেষ্টার নেপথ্যে আরও অনেকে জড়িত। আপাতত ধৃত তিন জনকেই হেফাজতে পেয়ে জেরা করছে পুলিশ। তদন্তের কাজে প্রতিবেশী রাজ্য বিহারেও যেতে পারে পুলিশ।

আজই শেষ হচ্ছে দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটদান পর্ব। পশ্চিম ভারতের মহারাষ্ট্র এবং পূর্বের ঝাড়খণ্ডে যখন ভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ, ঠিক তখনই উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে আবার জ্বলতে শুরু করেছে হিংসার আগুন।

থামবে কি মারণ-হানাহানি

শুক্র থেকে রবি ছ’জনের দেহ উদ্ধার। নদীতে ভাসছে লাশ। কারও কারও মতে দেহ উদ্ধারের সংখ্যাটা আরও বেশি। আবার অশান্ত, রক্তাক্ত মণিপুর। সবচেয়ে বেশি অশান্তি জিরিবাম জেলায়, যেখান থেকে সম্প্রতি অপহরণ করা হয়েছিল একটি মেইতেই পরিবারের ছয় সদস্যকে। অভিযুক্তদের ধরার জন্য মুখ্যমন্ত্রীকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন বিক্ষোভকারীরা। বিভিন্ন জেলায় জারি কার্ফু, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি নজরে রাখছে দিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রে নির্বাচনী প্রচার বাতিল করে মণিপুরের কারণেই ফিরে গিয়েছেন দিল্লি। অবস্থা কি সামলাতে পারবে কেন্দ্র এবং রাজ্য মিলে? আজও পরিস্থিতির দিকে নজর থাকবে।

কসবাকাণ্ডের তদন্তে

কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের কাণ্ডে কি নতুন কেউ ধরা পড়বেন? খুনের পরিকল্পনার নেপথ্যে আসল কারণ কী? আজ সেই সব প্রশ্নের উত্তর মিলবে কি? ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে রয়েছেন ‘মূল ষড়যন্ত্রকারী’ আফরোজ় খান ওরফে গুলজ়ার। রবিবার তাঁকে আদালতে হাজির করানো হয়েছিল। সেখানে পুলিশ দাবি করে, গুলজ়ারই খুনের পরিকল্পনা করেছিলেন। প্রয়োজনে তদন্তকারীরা বিহারেও যাবেন। অন্য দিকে, গুলজ়ার বার বার দাবি করছেন, কাউন্সিলরের ভয় দেখিয়ে তাঁর জায়গা দখল করেছিলেন সুশান্ত-ঘনিষ্ঠ হায়দার আলি। সুশান্তকে বলেও কোনও সুরাহা হয়নি। সেই রাগেই সুশান্তকে খুনের পরিকল্পনা করেছিলেন বলে দাবি গুলজ়ারের। তবে আদালতে পুলিশের দাবি, খুনের নেপথ্যে কী কারণ, সেটা জানা বাকি এখনও। আজ কসবাকাণ্ডের তদন্তের গতি কোন দিকে বাঁক নেয়, নজর থাকবে সে দিকে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

অভিষেক-কন্যা সম্পর্কে কুমন্তব্য: সুপ্রিম কোর্টে শুনানি

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যার বিরুদ্ধে ‘কটূ’ মন্তব্য সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই মামলায় রাজ্যের কাছে সাত আইপিএস অফিসারের নাম চেয়েছে শীর্ষ আদালত। সিবিআইয়ের পরিবর্তে নতুন করে সিট গঠন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বেলা ১১টা নাগাদ বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়নের বেঞ্চে মামলাটির শুনানি রয়েছে। আদালত কী নির্দেশ দেয়, সে দিকে নজর থাকবে।

মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোটপ্রচার শেষ

দেশের ধনীতম রাজ্য মহারাষ্ট্রের কুর্সিতে কে বসবেন, তা নিয়ে সারা ভারতেই কৌতূহল রয়েছে। আগামী বুধবার এক দফাতেই সে রাজ্যের ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। লড়াই মূলত বিজেপি, শিবসেনা, এনসিপির ‘মহাদ্যুতি’ জোটের সঙ্গে কংগ্রেস, শিবসেনা (ইউবিটি), এনসিপি (এসপি)-র ‘মহাবিকাশ আঘাড়ী’। গত তিন বছরে বহু রাজনৈতিক ভাঙাগড়ার সাক্ষী মহারাষ্ট্র। ভোটে শেষ হাসি কারা হাসে, সেটাই এখন দেখার। অন্য দিকে, বুধবারই দ্বিতীয় তথা শেষ দফায় ঝাড়খণ্ডে ৩৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। নির্বাচনী আচরণবিধি অনুসারে সোমবারই এই দুই রাজ্যে প্রচারের শেষ দিন। শেষ বেলার প্রচারে রাজনৈতিক দলগুলি কী চমক দেখায়, নাটকীয় কিছু ঘটে কি না, সে দিকে নজর থাকবে।

আরও কমবে তাপমাত্রা!

কলকাতা-সহ জেলায় জেলায় শীতের আমেজ। রবিবার শহরে তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল ১৯ ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়া, শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী দুই থেকে তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামী দু’দিন ঘন কুয়াশার পূর্বাভাসও দিয়েছে আলিপুর। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

অন্য বিষয়গুলি:

News of the Day Manipur Violence Kasba Attempt to Murder Case Abhishek Banerjee Maharashtra Assembly Election 2024 Jharkhand Assembly Election 2024 Winter season
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy