Advertisement
E-Paper

ইমাম-মোয়াজ্জিমদের সঙ্গে সম্মেলনে মমতা। ওয়াকফ সংশোধিত আইন নিয়ে শুনানি সুপ্রিম কোর্ট। আর কী কী

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী। ৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। আজ নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০৭:৫৬
Share
Save

ইমাম-মোয়াজ্জিমদের সঙ্গে সম্মেলনে মমতা, পরে নবান্নে বৈঠক দিঘার জগন্নাথ মন্দির নিয়ে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন করবেন। ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকে রাজ্যে ছড়িয়ে পড়ে অসন্তোষের ঢেউ। বিশেষত, সংখ্যালঘু সমাজের একাংশের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। আইনটির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে বিক্ষোভ। যার অন্যতম কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদ ও মালদহ জেলার বেশ কিছু এলাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে, মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষে প্রাণহানিও ঘটেছে। যদিও এই বৈঠকের পরিকল্পনা সংঘর্ষের ঘটনা ঘটার আগেই করা হয়েছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই সম্মেলন আরও ‘তাৎপর্যপূর্ণ’ হয়ে উঠেছে। শাসক শিবিরের একাংশ তো বটেই, প্রসাসনিক এবং রাজনৈতিক মহলও মনে করছে, আজকের এই সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সমাজের উদ্দেশে সামগ্রিক ভাবে ‘গুরুত্বপূর্ণ বার্তা’ দিতে পারেন। অন্য দিকে, শুধু পর্যটনকেন্দ্র নয়, দিঘাকে এ বার ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। অক্ষয় তৃতীয়ার দিনই, অর্থাৎ ৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। আজ নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ‍্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ শীর্ষ পদস্থ আমলারা। বৈঠকে যোগ দেবেন পুলিশ এবং পরিবহণ দফতরের কর্তারা। থাকবেন ইসকনের প্রতিনিধিরাও। দিঘার ওই মন্দির পরিচালনার দায়িত্ব থাকবে ইসকনের হাতে। মন্দির উদ্বোধনের দিনে কোন দফতরের কী দায়িত্ব থাকবে, তারই রূপরেখা আজকের বৈঠকে তৈরি হবে বলে নবান্ন সূত্রে খবর।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্ট

আজ ওয়াকফ সংশোধিত আইন নিয়ে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুর ২টোয় মামলাটি শুনানির জন্য নির্ধারিত হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ ওই মামলাটি শুনবে। বেঞ্চে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ছাড়াও থাকবেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন। মঙ্গলবার নোটিস দিয়ে ওই বিষয়ে শুনানির কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, ওয়াকফ সংক্রান্ত বিষয় নিয়ে সব মামলা একসঙ্গে শুনানি হবে। শীর্ষ আদালত সূত্রে খবর, এই বিষয়ে এখনও পর্যন্ত প্রায় ১৬টি মামলা দায়ের হয়েছে। মামলা করেছেন মিমের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। ওয়াকফ আইনের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ থেকে এখনও পর্যন্ত চারটি মামলা দায়ের হয়েছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ছাড়াও মামলা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। ওয়াকফ বিলের বিরোধিতা করে মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আজ ওই সব মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কী জানায় সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিল্লিতে বাংলার চাকরিহারারা, অবস্থানে বসবেন যন্তরমন্তরে

ধর্মতলায় ওয়াই চ্যানেল থেকে বাসে চেপে সোমবার দুপুরেই দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন প্রায় ৬০ জন চাকরিহারা। আজ দিল্লির যন্তরমন্তরে চাকরি হারানোর প্রতিবাদে ধর্নায় বসবেন তাঁরা। দুপুর ১২টা থেকে অবস্থান শুরু হওয়ার কথা। চাকরিহারাদের একাংশের বক্তব্য, তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন। তাঁরা যেন এই মামলায় হস্তক্ষেপ করেন, সে বিষয়ে অনুরোধও জানানো হবে। উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের রায়ে সম্প্রতি চাকরি হারিয়েছেন বাংলার সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ২৫,৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। তাঁদের একাংশই আজ দিল্লিতে অবস্থানে বসবেন।

আইপিএলে রাজস্থানের সঙ্গে লড়াই হবে দিল্লির

আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালস মুখোমুখি রাজস্থান রয়্যালসের। প্রথম চার ম্যাচে অপরাজিত থাকার পর পঞ্চম ম্যাচে প্রথম হারতে হয়েছে অক্ষর পটেল-কেএল রাহুলের দিল্লিকে। অন্য দিকে সঞ্জু স্যামসনের রাজস্থান শেষ দু’টি ম্যাচে হেরেছে। আজ দুই দলের খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আরজি কর-কাণ্ড: আদালতে হাজিরা অভিজিৎ ও সন্দীপের

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ এবং খুনের মামলায় আজ আদালতে হাজিরা দেবেন ওই কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। এই মামলায় দু’জনেই জামিন পেয়ে গিয়েছেন। অভিজিৎ জেলের বাইরে রয়েছেন। তবে আরজি করের টাকা তছরুপের মামলায় সন্দীপ এখনও জেলে। আজ এই খবরে নজর থাকবে।

বিল-বিতর্কে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর উপাচার্যদের সঙ্গে বৈঠকে স্তালিন

আজ তামিলনাড়ুর রাজ্য সরকার পোষিত সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারের সঙ্গে বৈঠকে বসছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সম্প্রতি তামিলনাড়ুর বিধানসভায় পাশ হওয়া বিল আটকে থাকা নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিধানসভায় পাশ হওয়া বিল ঝুলিয়ে রাখা বৈধ কাজ নয়। সুপ্রিম কোর্টের ওই পর্যবেক্ষণ নিয়ে গোটা দেশে আলোচনা শুরু হয়েছে। তার পরেই রাজ্যপালের সই ছাড়াই ১০টি বিল আইনে পরিণত করে তামিলনাড়ুর সরকার। ওই বিলগুলির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইনও, যার মাধ্যমে স্ট্যালিন সরকার এখন রাজ্য সরকারি ১৮টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে পারবে। আগে এই ক্ষমতা ছিল আচার্য তথা রাজ্যপালের হতে। এই আইন তৈরির পরে বুধবার উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ দু’টি কোয়ার্টার ফাইনাল

চ্যাম্পিয়ন্স লিগে আজ চূড়ান্ত হয়ে যাবে সেমিফাইনালের চার দল। শেষ দুই দল হিসাবে কারা শেষ চারে উঠবে, জানা যাবে আজ। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল। প্রথম পর্বের ম্যাচে রিয়াল ৩-০ ব্যবধানে জিতেছে। সেটি ছিল তাদের অ্যাওয়ে ম্যাচ। ফলে তারা অনেকটাই এগিয়ে। অন্য কোয়ার্টারে মুখোমুখি ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ। ইন্টার হোম ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছিল। দু’টি ম্যাচই শুরু রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

News of the Day WAQF Amendment Law Digha Jagannath Temple CM Mamata Banerjee Bengal SSC Recruitment Verdict IPL Match RG Kar Rape and Murder Case MK Stalin Champions League

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।