শিক্ষামন্ত্রী ব্রাত্যের সঙ্গে বৈঠকের পর চাকরিহারাদের আন্দোলন কোন পথে এগোবে
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে শুক্রবার বৈঠক করেন চাকরিহারাদের প্রতিনিধিরা। বিকাশ ভবনে প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক চলেছে। বৈঠকের পর বেরিয়ে ব্রাত্য জানান, চাকরিহারাদের দাবিগুলির সঙ্গে তাঁর মৌলিক কোনও বিরোধ নেই। যে হেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তাই আইনি পরামর্শ ছাড়া কিছু করা যাবে না। সেই পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার। দু’সপ্তাহের মধ্যে আইনি পরামর্শ নিয়ে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। বৈঠকের পর চাকরিহারাদের প্রতিনিধিরা জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে। এর পর আন্দোলন কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।
আমেরিকা-চিন শুল্কযুদ্ধ, কী করবে ইউরোপীয় ইউনিয়ন
আমেরিকার বাজারে চিনা পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করে ১৪৫ শতাংশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের নয়া সিদ্ধান্তের পরে শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চায় চিন। শি জিনপিংয়ের বাণিজ্য দফতর জানিয়েছিল, আমেরিকা কথা বলতে চাইলে তারা রাজি। একইসঙ্গে এ-ও জানিয়েছিল, চাপ দিয়ে, হুমকি দিয়ে কিংবা ব্ল্যাকমেল করে তাদের দমানো যাবে না। তবে বৃহস্পতিবারই ফের মার্কিন পণ্যে শুল্ক বৃদ্ধি করে বেজিং। মার্কিন পণ্যের উপর শুল্ক ৮৪ শতাংশ থেকে বৃদ্ধি করে ১২৫ শতাংশ ধার্য করে তারা। বর্তমান পরিস্থিতি: আমেরিকার ১৪৫ শতাংশ শুল্ক বনাম চিনের ১২৫ শতাংশ শুল্ক। দুই বাণিজ্য-শক্তিধর রাষ্ট্রের একে অন্যকে আক্রমণ এবং প্রতিআক্রমণের মাঝে গোটা বিশ্বে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। আমেরিকার বিরুদ্ধে শুল্ক সংঘাতে ভারত, ইউরোপীয় ইউনিয়ন-সহ বিভিন্ন দেশকে কাছে টানার চেষ্টা করছে চিন। যদিও তাতে ইতিবাচক সাড়া পায়নি তারা। এই অবস্থায় আমেরিকা-চিন শুল্কযুদ্ধ কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।

আইএসএলের ফাইনাল, লড়াই মোহনবাগান বনাম বেঙ্গালুরুর
আজ আইএসএলের ফাইনাল। মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। লিগ পর্বে শীর্ষ স্থানে থেকে মোহনবাগান ইতিমধ্যেই লিগ-শিল্ড জিতে নিয়েছে। দুই পর্বের সেমিফাইনালে তারা হারিয়েছে জামশেদপুর এফসিকে। অন্য দিকে বেঙ্গালুরু তৃতীয় স্থানে থেকে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে। প্লে-অফে প্রথমে মুম্বই ও সেমিফাইনালে গোয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। আজ যুবভারতীতে ফাইনাল সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আইপিএলেও গোয়েন্কার দলের খেলা, লখনউয়ের সামনে গুজরাত
আইএসএলে আজ যেমন ফাইনাল খেলতে নামছে সঞ্জীব গোয়েন্কার মোহনবাগান, তেমনি আইপিএলেও রয়েছে কলকাতার শিল্পপতির দলের খেলা। তাঁর লখনউ সুপার জায়ান্টস খেলবে গুজরাত টাইটান্সের সঙ্গে। লখনউ পর পর দু’টি ম্যাচ জিতেছে। শেষ ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে। গুজরাত হেরে শুরু করলেও পর পর চারটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় এখন শীর্ষে। আজ খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। আজ আরও একটি ম্যাচ রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ ঘরের মাঠে মুখোমুখি পঞ্জাব কিংসের। পঞ্জাব চারটি ম্যাচ খেলে তিনটি জিতেছে। হায়দরাবাদ জিতে শুরু করলেও শেষ চারটি ম্যাচে হেরেছে। তারা সবার নীচে। এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
জেলায় জেলায় ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, সপ্তাহান্তে ভারী বৃষ্টি
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের সব জেলায় শনিবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে উত্তরের আট জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে।
স্প্যানিশ লিগে বার্সেলোনার খেলা, রয়েছে আরও তিন ম্যাচ
স্প্যানিশ লিগে আজ রয়েছে বার্সেলোনার খেলা। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সা খেলবে লেগানেসের সঙ্গে। খেলা রাত ১২:৩০ থেকে। এ ছাড়াও রয়েছে আরও তিনটি ম্যাচ। খেলবে রিয়াল সোসাইদাদ-মায়োরকা (বিকেল ৫:৩০), গেটাফে-লাস পামাস (সন্ধ্যা ৭:৪৫), সেল্টা ভিগো-এসপানিয়ল (রাত ১০টা)।