গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
ভারত এবং আমেরিকার দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজ বৈঠকে বসছেন দিল্লিতে। ভারতের কাছে এই মুহূর্তে নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম ভাবনার জায়গা বাংলাদেশ। অন্য দিকে আমেরিকা জো বাইডেনের হাত থেকে ডোনাল্ড ট্রাম্পের হাতে যাওয়ার সন্ধিক্ষণে। প্রেসিডেন্ট পরিবর্তনের প্রভাব পড়তে পারে বাংলাদেশ-নীতিতেও। এই পরিস্থিতিতেই আজ অজিত ডোভাল এবং জ্যাক সালিভান মুখোমুখি বসবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে কোনওরকম ফাঁকফোকর থাকুক। কুম্ভমেলার কারণে যদি গঙ্গাসাগরে ভিড় কম হয়, তা-ও নয়। তাই নিজে গিয়ে প্রস্তুতি দেখে নিতে চান।
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সাগরমেলার প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে সোমবার গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিনের সফরে কপিল মুনির আশ্রমে যাওয়ার পাশাপাশি, মেলার প্রস্তুতি নিয়ে মন্ত্রী তথা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকেরও কর্মসূচি রয়েছে তাঁর। এ বছর প্রয়াগরাজে কুম্ভমেলা থাকায় গঙ্গাসাগর মেলায় ভিড় কম হবে বলেই মত একাংশের। কিন্তু সেই জল্পনায় কান না দিয়ে নিজেদের প্রস্তুতিতে ত্রুটিহীন রাখতে চায় রাজ্য সরকার। তাই আগামী দু’দিনের কার্যত রাজ্য প্রশাসনকে মুখ্যমন্ত্রীর কাছে কড়া পরীক্ষা দিতে হবে গঙ্গাসাগর মেলার আয়োজন নিয়ে।
ভারত-আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আজ বৈঠকে বসার কথা রয়েছে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের। ডোভালের পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে তাঁর। দু’সপ্তাহ পরেই আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। সে ক্ষেত্রে বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে সালিভানের এটিই সম্ভবত শেষ ভারত সফর। কারণ, আমেরিকার হবু প্রেসিডেন্ট ইতিমধ্যে নিজের ‘টিম’ সাজিয়ে ফেলেছেন। সেই পছন্দের তালিকায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে রয়েছে মাইকেল ওয়াল্টজ়ের নাম। গত মাসের আমেরিকা সফরে ওয়াল্টজ়ের সঙ্গেও একপ্রস্ত বৈঠক সেরে এসেছেন জয়শঙ্কর। ঘটনাচক্রে গত মাসেই ছ’দিনের আমেরিকা সফরে গিয়েছিলেন জয়শঙ্কর। এ বার জো বাইডেনের প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরে কী কী বিষয়ে আলোচনা হয়, সে দিকে নজর থাকবে।
কলকাতায় সরকারি বাসের হাল দেখতে রাস্তায় মন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে আজ থেকে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহন-সহ উচ্চপদস্থ কর্তারা শহরের রাস্তায় নামবেন। কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় সরকারি বাসের বাস্তবিক চিত্র কী? তা দেখতেই এই উদ্যোগ। সম্প্রতি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারি বাস পরিষেবা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছেন। সেই ঘটনার জেরেই একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই পর্যায়েই মন্ত্রী-সচিব একযোগে সরকারি পরিবহণ পরিষেবা খতিয়ে দেখবেন।
দিল্লির ভোটার তালিকা প্রকাশ? ভোট ঘোষণা কবে
আজ দিল্লির সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। তার পরেই দিল্লি বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যেই অবশ্য ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আক্রমণাত্মক প্রচারের সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। দিল্লি দখলের লড়াইয়ে রয়েছে কংগ্রেসও। দিল্লি ভোটের দিনক্ষণ ঘোষণা হয় কি না, রাজধানীতে রাজনৈতিক উত্তাপ কেমন হয়, সেই সব দিকে আজ নজর থাকবে।
পশ্চিমি ঝঞ্ঝার জেরে হোঁচট শীতে, আবার নামবে পারদ?
রাজ্যে শীতের আমেজ থাকলেও তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণে এ রাজ্যে শীত বাধা পাচ্ছে বলে মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তার পর আবার পারদ কিছুটা নামবে। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের কয়েকটি জেলায়। তুষারপাত হতে পারে দার্জিলিঙে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy