রাজ্যে ২৬ হাজার চাকরি বাতিল পরবর্তী জটিলতা ও রাজনৈতিক বিতর্ক
২৬ হাজার চাকরি বাতিল মামলায় কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে চাকরি গিয়েছে ২৫,৭৫২ জনের। আদালত জানিয়েছে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু কারা এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন, এখনও স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর কাছে তা স্পষ্ট নয়। শুক্রবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, এ বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। যাঁরা ‘চিহ্নিত অযোগ্য’, তাঁদের বেতনও ফেরত দিতে বলেছে আদালত। আদালতের এই নির্দেশের পর নানা জটিলতা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দায় চাপিয়েছেন বিজেপি এবং সিপিএমের উপরে। বিরোধীরাও পাল্টা শাসকদলকে আক্রমণ করছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।
আইপিএলে জোড়া ম্যাচ, বিকেল থেকে রাত পর্যন্ত জমজমাট ক্রিকেট
আইপিএলে আজ জোড়া ম্যাচ। খেলবে এখনও পর্যন্ত দুই অপরাজিত দল পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। এই দু’টি দলই এখন পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে। নেট রানরেটের বিচারে শীর্ষে পঞ্জাব। ঘরের মাঠে পঞ্জাব খেলবে রাজস্থান রয়্যালসের সঙ্গে। রাজস্থান প্রথম দু’টি ম্যাচে হারার পর শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসয়ের বিরুদ্ধে জিতেছে। এই ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। তার আগে চেন্নাই নিজেদের মাঠে মুখোমুখি দিল্লির। মহেন্দ্র সিংহ ধোনিদের চেন্নাইয়ের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। এই ম্যাচ বিকেল সাড়ে ৩টে থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্লকে-ব্লকে কর্মসূচি তৃণমূলের
ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজও জেলায় জেলায় কর্মসূচি রয়েছে তৃণমূলের। গত ১ এপ্রিল থেকে দেশব্যাপী ৭৪৮টি ওষুধের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছেন তৃণমূলনেত্রী মমতা। গত বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে মমতা জানিয়েছেন, ৪-৫ এপ্রিল বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে এবং প্রতিটি ওয়ার্ডে এর বিরুদ্ধে তৃণমূলের তরফে সভা এবং মিছিল করা হবে। সাধারণ মানুষকেও নিজের নিজের মতো করে প্রতিবাদে শামিল হতে বলেছেন তৃণমূলনেত্রী। শুক্রবারের পর আজও রাজ্যের শাসকদলের এই প্রতিবাদ কর্মসূচির দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ ও অন্যান্য দেশের পদক্ষেপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্কনীতি ঘোষণা করার পর থেকেই বিশ্ব জুড়ে তার প্রভাব পড়েছে শেয়ারবাজার থেকে শুরু করে শিল্পপতিদের সম্পদে। বাড়তি শুল্কের দাপটে বিভিন্ন দেশ নিজের মতো করে তা মোকাবিলা শুরু করে। এরই মধ্যে আমেরিকার পণ্যে বাড়তি ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে বিতর্কের কেন্দ্রে চিন। ট্রাম্প অবশ্য তাদের এই পদক্ষেপকে ‘ভুল’ বলে চিহ্নিত করেছেন। এখন দেখার অন্য দেশগুলি কী ভাবে এর মোকাবিলা করে।
বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়, কমবে কি তাপমাত্রা
শুক্রবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিল। আজও সেই পূর্বাভাস রয়েছে। তবে সব জেলায় নয়। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গেও। আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকতে পারে। রবিবার থেকে উত্তরের প্রায় সব জেলাতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। বৃষ্টি বাড়তে পারে সোমবার থেকে।
ইপিএলে পাঁচ ম্যাচ, রয়েছে আর্সেনাল বনাম এভার্টন খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ পাঁচটি ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল খেলবে এভার্টনের সঙ্গে। খেলা বিকেল ৫টা থেকে। সন্ধ্যা ৭:৩০ থেকে রয়েছে ইপসউইচ টাউন-উলভস, ক্রিস্টাল প্যালেস-ব্রাইটন, ওয়েস্টহ্যাম-বোর্নমাউথ ম্যাচ। সবশেষে রাত ১০টা থেকে রয়েছে অ্যাস্টন ভিলা-নটিংহ্যাম ফরেস্ট খেলা। সব ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের খেলা, সঙ্গে আরও দু’টি ম্যাচ
স্প্যানিশ লিগে আজ রয়েছে রিয়াল মাদ্রিদের খেলা। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে তিন পয়েন্টে পিছিয়ে তারা। আজ রিয়ালের সামনে ভ্যালেন্সিয়া। খেলা সন্ধ্যা ৭:৪৫ থেকে। এ ছাড়াও রয়েছে জিরোনা-আলাভেস (বিকেল ৫:৩০), মায়োরকা-সেল্টা ভিগো (রাত ১০টা) ম্যাচ।
নিউ জ়িল্যান্ড বনাম পাকিস্তান সিরিজ়ের শেষ এক দিনের ম্যাচ
আজ নিউ জ়িল্যান্ড বনাম পাকিস্তান শেষ এক দিনের ম্যাচ। তিন ম্যাচের সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচ জিতে সিরিজ় আগেই পকেটে পুরে নিয়েছে নিউ জ়িল্যান্ড। পাকিস্তানের কাছে এই ম্যাচ মুখরক্ষার। খেলা শুরু ভোর ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।