—ফাইল চিত্র।
আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচারপর্বের শুনানি কি শেষ হবে
আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার বিচারপ্রক্রিয়া চলছে শিয়ালদহ আদালতে। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে সিবিআই আপাতত এক জনের নামই চার্জশিটে উল্লেখ করেছে। ঘটনার পর পরই কলকাতা পুলিশ এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। অভিযুক্ত এখন জেল হেফাজতে রয়েছেন। সিবিআই চার্জশিট দেওয়ার পরেই মামলার চার্জগঠনের পর বিচারপ্রক্রিয়া শুরু হয় আদালতে। ইতিমধ্যেই ৫০ জনের বেশি লোকের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ। সিবিআইও আদালতে নিজেদের বক্তব্য জানিয়েছে। আজ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পক্ষে আদালতে নিজেদের বক্তব্য জানাবেন আইনজীবীরা। সূত্রের খবর, তার পরেই শেষ হবে বিচারপ্রক্রিয়ার শুনানি। আজ আদালতে কী হয় নজর থাকবে সে দিকে।
নিয়োগ মামলার শুনানি, কোর্টে কী জানাবে সিবিআই
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলার আজ শুনানি রয়েছে বিচার ভবনে। এর আগে গত ২৭ ডিসেম্বর এই মামলায় একটি চার্জশিট জমা করেছে সিবিআই। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এই মামলায় আর দুই অভিযুক্ত অয়ন শীল ও সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ওই চার্জশিটটি জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, তিন অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতির একাধিক প্রমাণ মিলেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এই অবস্থায় আজ প্রাথমিকের নিয়োগ মামলার শুনানিতে নির্দিষ্ট ভাবে কোনও অভিযোগের কথা সিবিআই উল্লেখ করে করবে কি? বিশেষ করে পার্থের বিরুদ্ধে কী অভিযোগের কথা চার্জশিটে উল্লেখ রয়েছে, সে বিষয়েও শুনানিতে কোনও আলোকপাত হয় কি না, সে দিকে নজর থাকবে। ইডির মামলায় ইতিমধ্যে পার্থের জামিন মঞ্জুর হয়েছে। ইডির মামলায় চার্জ গঠনের পর তাঁর জামিন দেওয়া যাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সিবিআইয়ের মামলায় তিনি এখনও জামিন পাননি। কয়েক দিন আগেই এই মামলায় হাই কোর্ট পার্থের জামিন আর্জি খারিজ করে দিয়েছে।
কলকাতায় বনসল, বঙ্গ বিজেপির সঙ্গে বড় বৈঠক
সদস্যপদ অভিযানের হালহকিকত বুঝতে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠক দলের কেন্দ্রীয় নেতৃত্বের। সল্টলেকের একটি হোটেলে বেলা ১২টা থেকে বৈঠক। থাকছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। থাকছেন সুকান্ত, শুভেন্দু-সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।
আবার কমবে শীত? বাধা কি পশ্চিমী ঝঞ্ঝা
নতুন করে আবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত আগামী তিন দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পর আবার দুই থেকে তিন ডিগ্রি চড়তে পারে পারদ। ৪ জানুয়ারির মধ্যে রাজ্যে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে রবিবারের পর থেকে তাপমাত্রার পারদ আবার হবে ঊর্ধ্বমুখী।
মালদহে তৃণমূল নেতার খুনের তদন্ত কোন পথে
মালদহের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের ঘটনায় ধৃত তিন অভিযুক্তকে শুক্রবার আদালতে হাজির করানো হয়েছিল। তবে তাঁদের হয়ে কোনও আইনজীবী সওয়াল করেননি। বিচারক ধৃতদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। অন্য দিকে, এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই মিলেছে বিহার-যোগ। ধৃতদের মধ্যে অনেকেই বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক দিন ধরেই দুলাল কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, সেই সব দিকে নজর রাখছিল দুষ্কৃতীরা। প্রাথমিক ভাবে তারা ঠিক করেছিল, বড়দিনের অনুষ্ঠানে ভিড়ের মধ্যে দুলালকে গুলি করে খুন করবে। কিন্তু দুলালকে একা না-পাওয়ায় বড়দিনের পরিকল্পনা বাতিল করে। পুলিশ এই ঘটনায় মোট ন’জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে। ধৃত বাকি ছ’জনকে আজ আদালতে হাজির করানো হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy