মুখ্যমন্ত্রী মমতার নেতৃত্বে নবান্নে মন্ত্রিসভার বৈঠক ও বিজিবিএসের প্রস্তুতি
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) ঘিরে সাজ সাজ রব রাজ্য প্রশাসনে। ফেব্রুয়ারি মাসের ৫-৬ তারিখে রাজ্যে বসছে শিল্প সম্মেলনের আসর। সেই সম্মেলনে যোগ দিতে আসতে পারেন দেশের তাবড় সব শিল্পপতি এবং বণিকমহলের প্রতিনিধিরা। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এই শিল্প সম্মেলন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ। সেই সম্মেলন নিয়ে প্রস্তুতির দিকে নজর থাকবে আজ। এ ছাড়াও, আজ বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, সেই বৈঠকে বেশ কিছু নীতিগত সিদ্ধান্তে সরকারি অনুমোদন দিতে পারেন তিনি। শিল্প সংক্রান্ত বিষয়ে কোনও ছাড়পত্রের প্রয়োজনের কারণেই এই বৈঠক ডাকা হয়েছে বলেও খবর। কী হয় আজকের মন্ত্রিসভার বৈঠকে, নজর থাকবে সেই খবরের দিকে।
ট্রাম্পের শুল্কযুদ্ধ কি আরও দেশকে নিশানা করবে
কানাডা, মেক্সিকো এবং চিনা পণ্যের উপর আমেরিকায় শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার থেকেই তা কার্যকর হওয়ার কথা। এরই মধ্যে সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। দুই রাষ্ট্রনেতার মধ্যে কী কথা হয়েছে, তা প্রকাশ্যে আসেনি। আবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। আমেরিকার শুল্কনীতির পরবর্তী নিশানা হতে পারে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। সেই আভাস মিলেছে ট্রাম্পের কথায়। শুল্ক-যুদ্ধের এই পরিস্থিতি মঙ্গলবার কোন দিকে মোড় নেয়, তার উপর নজর থাকবে দিনভর।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বাজেট অধিবেশন: আবারও কি বিতর্কে উত্তপ্ত হবে সংসদ
সোমবার মা সনিয়া গান্ধীর বিরুদ্ধে রাজ্যসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা দিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর সাংসদেরা। ক্ষমতাসীন জোট সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে আজ মঙ্গলবার পুত্র রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হবে। এই পরিস্থিতিতে দিল্লির বিধানসভা ভোটের আগে অশান্তির আঁচ লাগতে পারে সংসদের বাজেট অধিবেশনে।
কালই দিল্লির বিধানসভা ভোট, কমিশনের প্রস্তুতি
ভোটপ্রচার শেষ হয়েছে সোমবার বিকেলে। বুধবার দিল্লিতে বিধানসভা নির্বাচন। এক দফায় শেষ হবে ভোটগ্রহণ। ভোটের দিন যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকে কড়া নজর রেখেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, নিরাপত্তার দায়িত্বে থাকবে ৪০ হাজারের বেশি পুলিশ। শুধু পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন থাকবে বুধবার। ২২০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ ছাড়াও, দিল্লি ঢোকার রাস্তাগুলোতে নজরদারি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বাংলা থেকে শীত বিদায়ের আগে ঠান্ডা কি আর বাড়বে
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়েই শীত বিদায় নিতে পারে। চলতি মরসুমে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। তবে বিদায় নেওয়ার আগে আরও এক বার কমতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে পারদপতনের সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে তিন থেকে চার ডিগ্রি বলে খবর হাওয়া অফিস সূত্রে।