Advertisement
E-Paper

ভাইফোঁটার সাত-সতেরো। শীতের দেখা মিলবে কি বাংলায়। কানাডার শাহ-মন্তব্যে বিতর্ক। আর কী নজরে

টলিপাড়ায় তারকা ভাইবোন জুটি অনেকেই আছেন। তারকারা কী ভাবে পালন করেন ভাইফোঁটার পরব? তারকা ভাইবোনেরা এমন বিশেষ দিনে কী রান্না করেন পরস্পরের জন্য?

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ০৭:০৩
Share
Save

ভাইফোঁটার সাত-সতেরো, উৎসবের উৎস থেকে তারকাদের উদ্‌যাপন

ভাইফোঁটা নিয়ে আম বাঙালির উৎসাহ তুঙ্গে। ঘরে ঘরে চলে জমজমাট উদ্‌যাপন। তবে এই উৎসবের সঙ্গে জুড়ে আছে ইতিহাসও। ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার এই উৎসব শুরু হল কী ভাবে? এই অনুষ্ঠানের উৎসই বা কী? আজ ভাইফোঁটা সংক্রান্ত নানা অজানা তথ্যে নজর থাকবে। যে কোনও উৎসবেই তারকাদের উদ্‌যাপন নিয়ে আলোচনা হয়। ভাইফোঁটাতেও থাকবে। টলিপাড়ায় তারকা ভাইবোন জুটি অনেকেই আছেন। তারকারা কী ভাবে পালন করেন ভাইফোঁটার পরব? তারকা ভাইবোনেরা এমন বিশেষ দিনে কী রান্না করেন পরস্পরের জন্য? আজ নজরে থাকবে সে সবও।

নভেম্বরে দেশে শীতের দেখা মিলবে না! কী হবে বাংলায়

নভেম্বরকে আর এ দেশে শীতের মাসের তালিকায় রাখছে না মৌসম ভবন। তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দফতরের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র। মৌসম ভবনের পূর্বাভাস, জানুয়ারি-ফেব্রুয়ারিতেই শীত পড়বে দেশে। ডিসেম্বরে হালকা শীতের আমেজ দেখা যেতে পারে। যদিও মূলত উত্তর পশ্চিম ভারতের পরিস্থিতির কথা বিবেচনা করেই এই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এ জন্য যদিও বঙ্গবাসী শীতের আমেজ থেকে বঞ্চিত হবেন না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার দিনে দক্ষিণবঙ্গে, বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে। উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমলে শীতের আমেজ অনুভূত হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বাংলায় এখনই আনুষ্ঠানিক ভাবে শীত পড়ার সম্ভাবনা নেই। তাতে আরও কিছুটা সময় লাগবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অমিত শাহ প্রসঙ্গে কানাডার মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক

কানাডায় খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের উপরে আক্রমণের নেপথ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত রয়েছে! মার্কিন দৈনিকে কানাডার উপবিদেশমন্ত্রী ডেভিড মরিসনের এই মন্তব্য নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। কানাডার মন্ত্রীর মন্তব্য ‘অযৌক্তিক এবং ভিত্তিহীন’ বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি, এই ঘটনায় নয়াদিল্লিতে কানাডা দূতাবাসে নিযুক্ত এক কূটনীতিককে তলব করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। এ ব্যাপারে কানাডা কী প্রতিক্রিয়া দেয়, ভারতেরই বা পরবর্তী পদক্ষেপ কী হতে পারে— আজ সেই খবরের দিকে নজর থাকবে।

মঙ্গলে আমেরিকার নির্বাচন, প্রচারে কোন দল কী বলছে

আগামী মঙ্গলবার আমেরিকার নির্বাচন। প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস— হোয়াইট হাউসের বাসিন্দা কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা। শেষ বেলায় সব দলই প্রচারে ঝড় তুলছে। আজ সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

ইরানের হুঁশিয়ারির পর পাল্টা কোন ‘কৌশল’ ইজ়রায়েলের

ইরান-ইজ়রায়েল সংঘাতে উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইজ়রায়েলের রকেট হানার পর থেকেই দু’দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। যদিও তারা কী ভাবে ইজ়রায়েলে হামলা চালাবে, সে ব্যাপারে প্রকাশ্যে কিছু জানায়নি। সূত্রের খবর, ইজ়রায়েলের কোন কোন জায়গায় হামলা চালানো যায়, তার তালিকা প্রস্তুত করছে ইরান সেনাবাহিনী। আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর থাকবে।

News of the Day Amit Shah US Presidential Election 2024 Bhai Phota 2024 Bhai dooj 2024 Israel-Iran Conflict

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।