বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থনে কলকাতায় ডিএসও-সহ বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। —নিজস্ব চিত্র।
বাংলাদেশের কোটা-বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানাতে শুক্রবার কলকাতায় বাংলাদেশ হাই কমিশন অভিযানের ডাক দিয়েছিল এআইডিএসও, এআইএসএফ, আইসা-সহ বিভিন্ন বাম ছাত্র সংগঠন। তবে মিছিলের শুরুতেই বিক্ষোভকারীদের বাধা দিল কলকাতা পুলিশ। কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছে ছাত্র সংগঠনগুলি।
ছাত্র সংগঠনগুলি এ দিন রবীন্দ্র সদন চত্বর থেকে মিছিল শুরু করে। আন্দোলনকারীরা বাংলাদেশের পড়ুয়া মৃত্যুর বিচার এবং সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি জানাতে থাকেন। রবীন্দ্র সদন চত্বরেই পুলিশ ব্যারিকেড তৈরি করেছিল। ছাত্র-ছাত্রীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি বাধে। সংগঠনগুলির দাবি, মোট ৭০ জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এআইডিএসও-র কলকাতা জেলা সম্পাদক মিজানুর রহমানের ক্ষোভ, “বাংলাদেশে সরকারের হাতে পড়ুয়ারা শহিদ হচ্ছেন। সেই মৃত্যুর বিচার চেয়ে কলকাতায় শান্তিপূর্ণ ভাবে আন্দোলন হচ্ছে, কিন্তু তা আটকে দিচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ।” অন্য এক বিক্ষোভকারীর বক্তব্য, “এখানে বাংলাদেশের অনেক বন্ধু রয়েছেন। তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।”
এআইডিএসও-র রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় এই ঘটনার নিন্দা করে জেলা জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। একই সঙ্গে ওই সংগঠন ২২ জুলাই দেশে জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ‘শহিদবেদি’ তৈরি ও ধিক্কার মিছিলের ডাক দিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy