Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
New Year

Mid day meal: ছুটি থাকলেও নববর্ষে খাদ্যসামগ্রী বিলি স্কুলে

বছরের প্রথম দিন থেকে মিড-ডে মিল দেওয়া হবে কি না, তা নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে মতের মিল হচ্ছিল না।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ০৬:৪৬
Share: Save:

দিনটা সরকারি ছুটির তালিকাভুক্ত। তাই ১ জানুয়ারি কী ভাবে মিড-ডে মিল দেওয়া হবে, সেই প্রশ্ন উঠছিল। কিন্তু রাজ্যের শিক্ষা দফতর মঙ্গলবার জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকেই স্কুলগুলিকে মিড-ডে মিলের সামগ্রী দিতে হবে।

বছরের প্রথম দিন থেকে মিড-ডে মিল দেওয়া হবে কি না, তা নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে মতের মিল হচ্ছিল না। এ দিনই কয়েকটি জেলার স্কুল পরিদর্শক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, আগামী শনিবার অর্থাৎ ১ জানুয়ারি থেকেই স্কুল থেকে মিড-ডে মিলের সামগ্রী অভিভাবকদের হাতে তুলে দিতে হবে। এ দিকে, মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী ১ জানুয়ারি নববর্ষ উপলক্ষে স্কুলগুলিকে ছুটি দেওয়া হয়েছে। তাই কিছু শিক্ষক-শিক্ষিকা প্রশ্ন তোলেন, ১ জানুয়ারি ছুটির দিনে কী ভাবে মিড-ডে মিলের সামগ্রী বিতরণ করা হবে? মিড-ডে মিলের জিনিসপত্র স্কুল থেকে জানুয়ারি মাসের ৩ তারিখ অর্থাৎ সোমবার থেকে দেওয়ার প্রস্তাব করেন তাঁরা।

কিন্তু শিক্ষা দফতর জানিয়ে দিয়েছে, ১ জানুয়ারি অর্থাৎ শনিবার থেকেই মিড-ডে মিলের সামগ্রী বিতরণের কাজ শুরু করতে হবে। কারণ হিসেবে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ‘ছাত্র দিবস’ পালন করার কথা জানিয়েছেন। এক শিক্ষাকর্তা জানান, পড়ুয়ারা যে-সব সুবিধা পায়, ১ জানুয়ারি থেকে ৭ তারিখের মধ্যে সেই সমস্ত সুবিধা যতটা সম্ভব দিতেই হবে। ওই সময়ের মধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তকও বিতরণ করা হবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।

অন্য বিষয়গুলি:

New Year Mid Day Meal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy