Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
WB Madhyamik exam 2023

চিকিৎসক হতে চায় ইমাম, বাধা অনটন

ছোট থেকেই ইমাম পড়াশোনায় ভাল বলে জানাচ্ছেন পরিজনেরা। বাবা অ্যাম্বুল্যান্স চালক ছিলেন। বছর দু’য়েক আগে মল্লারপুরে অ্যাম্বুল্যান্স নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন।

ইমাম হোসেন। নিজস্ব চিত্র

ইমাম হোসেন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
নলহাটি শেষ আপডেট: ২১ মে ২০২৩ ০৯:৫৭
Share: Save:

বাবা অসুস্থ হয়ে শয্যাশায়ী বছর দুয়েক ধরে। দিদিমা ও মামা অল্প রোজগার থেকে পরিবারের জন্য টাকা দেন। সেই টাকায় পড়াশোনা করে মাধ্যমিকে ৬৫০ নম্বর নিয়ে উত্তীর্ণ হল নলহাটি ২ ব্লকের ভদ্রপুর মহারাজা নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্র মহম্মদ ইমাম হোসেন। স্বপ্ন চিকিৎসক হওয়ার। কিন্তু তা পড়ার খরচ কোথা থেকে জোগাড় হবে এই চিন্তায় ঘুম উড়ছে ইমামের পরিবারের।

ছোট থেকেই ইমাম পড়াশোনায় ভাল বলে জানাচ্ছেন পরিজনেরা। বাবা অ্যাম্বুল্যান্স চালক ছিলেন। বছর দু’য়েক আগে মল্লারপুরে অ্যাম্বুল্যান্স নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। তার পর থেকেই কোনও কাজ করতে পারেন না ইমামের বাবা। তার পর থেকেই পরিবারের দায়িত্ব নেয় ইমামের দিদা নুঙ্গিনী বেগম। তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহ কর্মী। ইমামের মামা বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী। তাঁদের অভাবের সংসার হলেও নাতি ও মেয়ের জন্য প্রত্যেক মাসে টাকা পাঠান নুঙ্গিনী। সেই সামান্য টাকায় সংসার সামলে কোনও মতে ছেলেকে পড়াশোনা করার সাহস জুগিয়ে এসেছেন ইমামের মা ঊষা বিবি। তিনি বলেন, ‘‘ছেলের পড়াশোনার জন্য ঘরের ঘটি বাটি সব বিক্রি করে দেব। তবুও চিকিৎসক হয়ে গ্রামের মানুষজনের পাশে দাঁড়ানোর কথা বলব।’’ ইমাম বলছে, ‘‘দিনে দশ ঘণ্টার বেশি পড়তাম। আরও ভাল ফলের আশা করেছিলাম। দিদা ও স্কুলের শিক্ষকদের সাহায্যে মাধ্যমিকে উত্তীর্ণ হতে পারলাম।’’

ইমামের গৃহশিক্ষক আক্রম রাজা, মহম্মদ খলিলুল্লা শেখ বইখাতা দিয়ে সাহায্য করেছেন। এ ছাড়াও অন্য শিক্ষকেরা টাকা নিতেন না। স্কুলের শিক্ষকেরাও অনেক সাহায্য করেছেন। ইমাম বলছে, ‘‘চিকিৎসক হয়ে গ্রামের মানুষজনের পাশে থাকতে চাই। ভদ্রপুর ও শীতলগ্রামের মানুষজন সে ভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। বাবার চিকিৎসা করতেও অনেক সমস্যা হয়েছে। তাই চিকিৎসক হব বলে মনস্থির করেছি।’’

স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক শ্রীমন্ত মার্জিত বলেন, ‘‘গ্রামের স্কুলে ইমামের এই ফল স্কুলের সম্মান বাড়িয়েছে। ভবিষ্যতে ইমামের পড়াশোনার জন্য কোনও সাহায্য দরকার হলে স্কুলের শিক্ষকেরা করবেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’’

অন্য বিষয়গুলি:

WB Madhyamik exam 2023 Madhyamik 2023 nalhati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy