Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Visva Bharati

বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান বাতিল, লাগাতার ছাত্র আন্দোলনের মধ্যে সিদ্ধান্ত কর্তৃপক্ষের

আগামী ১১ ডিসেম্বর বিশ্বভারতীতে আয়োজন করা হচ্ছিলো সমাবর্তন অনুষ্ঠানের। যেখানে, উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১৮:২৮
Share: Save:

বাতিল হয়ে গেল বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে। গত কয়েক দিন ধরে পড়ুয়াদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই আবহেই সমাবর্তনের মতো অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

আগামী ১১ ডিসেম্বর বিশ্বভারতীতে আয়োজন করা হচ্ছিলো সমাবর্তন অনুষ্ঠানের। যেখানে, উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু হয়েছিল। কিন্তু, বৃহস্পতিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এ বারের মতো বাতিল করা হচ্ছে ওই অনুষ্ঠান। ঘটনাচক্রে গত এক পক্ষ কাল ধরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে তাঁর পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীদের একাংশ। এই পরিস্থিতিতে বাড়ির বাইরেও দেখা যাচ্ছে না উপাচার্যকে। সেই কারণেই এই সমাবর্তন অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

বিশ্বভারতীতে সমাবর্তন বাতিলের ইতিহাস রয়েছে আগেও। তবে বলা যেতে পারে, এই প্রথম ছাত্র আন্দোলনের কারণে সমাবর্তন বাতিল করার সিদ্ধান্তের ঘোষণা করল কর্তৃপক্ষ। গত বেশ কয়েক দিন ধরেই চাত্র আন্দোলনে তপ্ত বিশ্বভারতীর পরিস্থিতি। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোমনাথ সৌ-এর অভিযোগ, হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও তাঁকে ভর্তি নেওয়া হচ্ছে না। উল্টে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলেও অভিযোগ। পরিস্থিতির কথা বিস্তারিত জানিয়ে প্রধান বিচারপতিকে ইমেলও করেছেন সোমনাথ। এখন যাঁরা বিশ্বভারতীতে আন্দোলনকারী চালাচ্ছেন, তাঁদের অন্যতম দাবি, সোমনাথকে ভর্তি করানোর।

অন্য বিষয়গুলি:

Visva Bharati Convocation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE