হিন্দি সিনেমা ‘ড্রিম গার্ল’-এ বাবার ঋণ শোধ করতে নায়ক আয়ুষ্মান খুরানা কল সেন্টারে কাজে গিয়েছিলেন। পূজা নামে এক মহিলার কণ্ঠস্বরে সবাইকে বশ করেছিলেন তিনি। সেই সুকণ্ঠীর গলার প্রেমে পড়েছিলেন নিঃসঙ্গ ছেলে-বুড়ো সবাই। বাস্তবে ছৌনাচের দলে মহিলা শিল্পীর বেশে থাকা রবীন রায়ের আকর্ষণও পুরুষ দর্শকদের কাছে নেহাত কম নয়।
পুরুলিয়া জেলার হুড়া থানার অর্জুনজোড়া গ্রামের বছর বাইশের যুবক রবীন। ছৌনাচের দলে তাঁর হাতেখড়ি ১২-১৩ বছর বয়সে। ছৌনাচই তাঁর জীবন। প্রথমটা বাবার কাছে শুরু। তারপরে একাধিক নামী দলে কাজ করেছেন। সব দলেই মহিলা নর্তকীর ভূমিকায় সাবলীল রবীন। আসরে তাঁকে দেখে বহু যুবকই তাঁর প্রেমে হাবুডুবু খান। কেউ কেউ বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন।
পুরুষ হয়েও রবীন নারী সেজে এমন নিখুঁত নৃত্য পরিবেশন করেন যে সহজে কেউ তাঁর আসল পরিচয় বুঝে উঠতে পারেন না। রবীনের কথায়, ‘‘অনুষ্ঠানে কেউ কেউ টাকায় নিজের ফোন নম্বরও লিখে দেন। কেউ কেউ সরাসরি প্রেমের প্রস্তাব দেন। কেউ আবার আমার নাম, ফোন নম্বর জানতে চান। আমার বেশ ভালই লাগে। মহিলা হিসেবে আমি যে মানানসই, আমার শিল্পকর্ম দিয়ে আমি যে তাদের মন জয় করতে পারি, সেটা ভেবেই আনন্দিত।’’
বর্তমানে ‘মাঝিহিড়া ইউনিভার্সাল ছৌ অ্যাকাডেমি’ দলের সঙ্গে যুক্ত রবীন। এছাড়াও কাজ করেছেন ‘শীতলপুর ছৌনৃত্য দল’, ‘রয়্যাল ছৌ অ্যাকাডেমি’, সুফল মাহাতোর দলে, হেম সিং মাহাতো ও হেম মাহাতোর দলেও।
দীর্ঘ দশ বছর বহুবার এমন নানা মজার অভিজ্ঞতা হয়েছে রবীনের। তাঁর কথায়, ‘‘আমি পুরুষ জানার পরেও অনেকে মানতে চাননি। নানা ভাবে পরীক্ষা করেছেন। আমি কিছু গোপন করছি কি না, তা দলের অন্যদের কাছে জানতে চেয়েছেন। শেষ পর্যন্ত সত্যিটা জানার পরে তাঁদের অনেকে প্রশংসাও করেছেন। কাজ ভাল করলে বা মেয়ে হিসেবে (সখী নাচে) ভাল মানিয়েছে বলে কেউ প্রশংসা করলে ভালই লাগে।’’
অর্জুনজোড়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে মাধ্যমিক পাশের পরে আর পড়াশোনা করা হয়নি। ঢুকে গিয়েছেন ছৌনাচের দলে। এখন প্রায় দিনই থাকছে নাচের অনুষ্ঠান। এখনও পাচ্ছেন প্রেম-বিয়ের প্রস্তাব— সলজ্জ হেসে জানাচ্ছেন নিজেই। বাড়িতে আছেন বাবা, দাদা ও বৌদি। মা গত হয়েছেন সাত-আট বছর আগে। বিয়ে-থা হয়নি এখনও।
রবীনের দলের ওস্তাদ তপনকুমার মাহাতো বলেন, ‘‘ছেলেটি খুবই ভদ্র। অনুষ্ঠানে খাবার তৈরির কাজেও সাহায্য করে। আমার দলের কোনও শিল্পীর কাজের মানুষ প্রশংসা করলে ভাল তো লাগবেই।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)