Advertisement
০২ নভেম্বর ২০২৪
CPM Protest

এত বোমা-বারুদ কেন, বিক্ষোভ-প্রতিবাদ

পাটুলির খেলার মাঠে বিস্ফোরণে এক কিশোরের জখম হওয়ার ঘটনার প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখাল সিপিএম। দলের মধ্য যাদবপুর এরিয়া কমিটির ডাকে শুক্রবার রাতে প্রতিবাদ মিছিল হয়েছে।

পাটুলি থানার কাছে সিপিএমের বিক্ষোভ।

পাটুলি থানার কাছে সিপিএমের বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ০৯:৩৫
Share: Save:

পাটুলির খেলার মাঠে বিস্ফোরণে এক কিশোরের জখম হওয়ার ঘটনার প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখাল সিপিএম। দলের মধ্য যাদবপুর এরিয়া কমিটির ডাকে শুক্রবার রাতে প্রতিবাদ মিছিল হয়েছে। তার পরে পাটুলি থানার সামনে গিয়ে ওই ঘটনার জন্য ‘দাগী তৃণমূল দুষ্কৃতী’দের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ হয়েছে। প্রতিবাদে ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য ও স্থানীয় নেতৃত্ব। পাটুলির ঘটনার প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এ দিন দাবি করেছেন, ‘‘কোথা থেকে, কার স্বার্থে এত বোমা-বারুদ জড়ো হচ্ছে রোজ, তা কঠোর ভাবে খতিয়ে দেখা হোক। যখন কোনও প্রশাসনের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে, তখনই অপরাধ ও অপরাধীরা নিশ্চিন্তে পথ চলতে পারে, আমাদের রাজ্যের আজ সেই করুণ অবস্থা!’’ সন্ধ্যায় পাটুলি থানা ঘেরাও করেছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরাও।

অন্য বিষয়গুলি:

CPM Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE