Advertisement
০৫ নভেম্বর ২০২৪
NBSTC

৭৫ বছরের ইতিহাসে প্রথম, এক মাসে কত টাকা আয় করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম?

পার্থপ্রতিম রায় সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, গত মে মাসে সর্বোচ্চ আয় করেছে এনবিএসটিসি। সংস্থায় যে কর্মী সঙ্কটের কথা মেনে নিয়েছেন চেয়ারম্যান।

NBSTC collects record revenue, As the chairman claims

এক মাসে রেকর্ড আয় এনবিএসটিসির। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ১৮:০৪
Share: Save:

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)-এর ৭৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ মোট আয় হল মে মাসে। এ বছর মে মাসে সাড়ে ১৬ কোটি টাকার বেশি আয় হয়েছে বলে জানিয়েছেন ওই সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি।

পার্থপ্রতিম সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, গত মে মাসে ১৬ কোটি ৬৫ লক্ষ টাকা আয় করেছে এনবিএসটিসি। সংস্থায় যে কর্মী সঙ্কটের কথা মেনে নিয়েছেন চেয়ারম্যান। তাঁর দাবি, সংস্থায় অনেক প্রতিকূলতা সত্ত্বেও কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফল আমরা পাওয়া যাচ্ছে। রাজ্য জুড়ে ৪৪টি নতুন রুটে বাস চলাচল করছে বলেও জানিয়েছেন তিনি। তিনি দাবি করেন, প্রতি মাসে কর্মীদের বেতন দিতে খরচ হয় ৮ কোটি টাকা। তার মধ্যে সরকার ৬ কোটি ভর্তুকি দেয় বলেও জানান তিনি। সংস্থার উন্নয়নের ক্ষেত্রে আয় আরও বাড়ানোর দিকে জোর দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বর্তমানে এনবিএসটিসির হাতে মোট ৯০৮টি বাস রয়েছে। এর মধ্যে ১৫ বছরের বেশি পুরনো বাসের সংখ্যা ১৮২টি। এ ছাড়া নিগমের হাতে রয়েছে ৭০৮টি বাস। আরও ৪৩টি ডিজেল বাস কেনার পরিকল্পনা নিয়েছে এনবিএসটিসি। তা ছাড়া ডালখোলা এবং কৃষ্ণনগরে দু’টি নতুন বাস টার্মিনাস তৈরির ভাবনাও রয়েছে।

অন্য বিষয়গুলি:

NBSTC bus service
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE