গুয়াহাটিতে জাতীয় সড়কে ম্যারাথন আয়োজনের জেরে রবিবার ভোর থেকে সে রাজ্যে পণ্যবাহী ট্রাক ও অন্য যানবাহন ঢুকতে দেওয়া হয়নি। তার জেরে এ দিন বেলা ১২টা পর্যন্ত আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের পাশাপাশি, শামুকতলা রোড, চেপানি, বারবিশা-সহ বিভিন্ন এলাকায় সীমানার কাছে ট্রাক ও গাড়ির লম্বা লাইন পড়ে যায়। অভিযোগ, দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি সামলাতে সকাল থেকেই রাস্তায় নামে দুই রাজ্যের পুলিশ। আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘‘জাতীয় সড়কে যানজট মোকাবিলা ও সাধারণ মানুষের সুবিধায় ভোর থেকেই রাস্তায় নজরদারি ছিল। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’’
অসম পুলিশের তরফে জানানো হয়েছে, ম্যারাথনের জন্য কিছু সময়ের জন্য অন্য রাজ্য থেকে কোনও গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। রবিবার ভোর ৫টা থেকে গুয়াহাটির ২৭ নম্বর জাতীয় সড়কে ম্যারাথন শুরু হয়। তার আগে, অসম পুলিশ ভোর ৩টে থেকে ওই এলাকায় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। বেলা ১২টা পর্যন্ত অসম-বাংলা সীমানা দিয়ে জরুরি পরিষেবার গাড়ি ছাড়া অন্য যানবাহন প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। বেলা ১২টার পরে নিষেধাজ্ঞা উঠলে, জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)