এ বার ‘হুমকি সংস্কৃতি’র অভিযোগ উঠছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও। বেশ কিছু বিভাগেও খোঁজ নিয়ে জানা গিয়েছে নানা ভাবেই ‘হুমকি সংস্কৃতি’ চলে আসছে। কথা না শুনলে পড়ুয়াদের নম্বর কমিয়ে দেওয়ার মতো অভিযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে শিক্ষকদেরও হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ। প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের আমল থেকেই এই ‘হুমকি সংস্কৃতি’ চলছে বলে অভিযোগ তোলেন শিক্ষকদের অনেকে। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তাঁকে পরে গ্রেফতার করে। শিক্ষকদের একাংশের অভিযোগ, সুবীরেশ ভট্টাচার্য উপাচার্য থাকার সময় কম্পিউটার সায়েন্স বিভাগে এক শিক্ষককে হুমকি দেওয়া হয়েছিল এক পড়ুয়াকে পাশ করানোর জন্য। তা না করায় তার প্রমোশন আটকে গিয়েছে বলে অভিযোগ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও যে ‘হুমকি সংস্কৃতি’ সমানে চলে, সেটা উত্তরবঙ্গ মেডিক্যালে গত শুক্রবারের কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন খোদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদক অর্ধেন্দু মণ্ডল।