কারখানার পরিবেশ থমথমে। শনিবার সকালে অপরিচিত মুখ দেখে কারখানার গেট খুললেন না। কথা বলাতেও অনীহা দেখা গেল নিরাপত্তা রক্ষীদের। উত্তর দিনাজপুরের চোপড়ার তিনমাইল হাট এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে, ওষুধ প্রস্তুতকারী সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের এই কারখানা এখন বিতর্কের কেন্দ্রে। এই সংস্থার স্যালাইন (রিঙ্গার্স ল্যাকটেট) দেওয়ার পরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সদ্যপ্রসূতি মামনি রুইদাসের, অসুস্থ আরও কয়েকজন— অভিযোগ এমনই। সংস্থার কর্ণধার শিলিগুড়ির বাসিন্দা কৈলাস মিত্রুকা। শিলিগুড়ির বর্ধমান রোডে তাঁর দফতরও এ দিন বন্ধ। শাটারে তালা লাগানো।