বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারের আগে এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তাঁর থেকে উদ্ধার হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্রও। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে মালদহের বৈষ্ণবনগরে। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ধৃতকে। খোঁজা হচ্ছে ওই অস্ত্র পাচার চক্রের চাঁইকে।
সোমবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল এসটিএফ। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, পাতা হয়েছিল ফাঁদ। সেই ফাঁদে পড়ে বৈষ্ণবনগর এলাকার এক যুবক। এসটিএফ সূত্রের খবর, ধৃতের নাম হায়াত আলি। বছর পঁয়ত্রিশের ওই যুবকের থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই অস্ত্র তিনি পাচার করার উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে বৈষ্ণবনগর থানায় মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন:
কাকে পাচার করার জন্য অস্ত্র নিয়ে এসেছিলেন ধৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ নিয়ে তাঁকে জেরা করা হচ্ছে। ওই অস্ত্র পাচার চক্রের মাথা কে তাও খতিয়ে দেখা হচ্ছে।