—প্রতীকী ছবি।
মাত্র ২০ শতক জায়গা দখলকে কেন্দ্র করে বিবাদে প্রতিবেশীর হাতে খুন এক ব্যক্তি। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে কুপিয়ে খুন করা হয় তাঁকে। আহত হয়েছেন আরও এক জন। তিনি চিকিৎসাধীন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদহ জেলার মোথাবাড়ি থানার চক প্রতাপপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম বদরুদ্দোজা (৫০)। আহত হয়েছেন তৌসিফুল হাসান। অভিযুক্তরা হলেন নাজির হোসেন, মুনতান, ইফতিকার-সহ বেশ কয়েক জন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই দুই প্রতিবেশীর মধ্যে ২০ শতক জায়গা নিয়ে বিবাদ লেগেই থাকত। সকালে সেই জায়গা দখল করতে আসছিলেন অভিযুক্তেরা। বাদরুদ্দোজা বাধা দেন। সেই সময় তাঁকে বেধড়ক মারধর করা হয় ও ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়। কাকাকে মারধর করতে দেখে ভাইপো তৌসিফুল হাসান বাধা দিতে যান। তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তড়িঘড়ি দু’জনকেই উদ্ধার করে নিয়ে আসা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে বদরুদ্দোজাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তৌসিফুল হাসান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy