সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে স্কুলের দুই শিক্ষকের। সে রায় জেনে, কেক কেটে তা ‘উদ্যাপনে’ নাম জড়াল তাঁদের কয়েক জন সহকর্মীর। ওই স্কুলের শিক্ষক তথা বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএর জেলা সম্পাদক জয়ন্ত সাহা, তাঁদের অন্যতম। ‘পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি’র অভিযোগ, আলিপুরদুয়ারের পাঁচকেলগুড়ি প্রমোদিনী হাই স্কুলে বৃহস্পতিবার ওই ঘটনা এবিটিএর উদ্যোগে হয়েছে। অভিযোগ উড়িয়ে দেন জয়ন্ত।
চাকরিহারাদের মধ্যে রয়েছেন ভৌতবিজ্ঞানের দুই শিক্ষক লাবলু মিয়াঁ ও অসীমকুমার পণ্ডিত। লাবলুর ক্ষোভ, “সে দিন বাড়িতেই ছিলাম। হঠাৎ এক সহকর্মী জানালেন, আমাদের চাকরি যাওয়ায় স্কুলে কেক কেটে উল্লাস করেছেন কয়েক জন সহকর্মী। এমন যে কেউ করতে পারেন, ভাবতেও পারিনি!” অন্য শিক্ষক অসীম অবশ্য জানান, তিনি এমন কিছু শোনেননি। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক দেবকুমার দাস বলেন, “রায়ের দিন দুপুরের পরে দেখলাম, শিক্ষকদের কয়েক জন কেক কাটছেন। তবে কেন, তা আমার জানা নেই।’’
‘পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি’র জেলা সভাপতি ভাস্কর মজুমদারের অভিযোগ, “সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের দু’জনের চাকরি যাওয়ায় এবিটিএর সদস্য কয়েক জন শিক্ষক কেক কেটে সে দিন উল্লাস করেছেন। সে উদ্যোগে ছিলেন জয়ন্ত সাহাও।” জয়ন্ত অবশ্য বলেন, “এমন কিছু হয়নি। অহেতুক রাজনীতি হচ্ছে।’’ তবে ওই স্কুলের শিক্ষকদের একাংশের দাবি, সে দিন এক শিক্ষকের জন্মদিন ছিল। সে জন্য রায় ঘোষণার অন্তত এক ঘণ্টা আগে কেক কাটা হয়। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) আশানুল করিম বলেন, “কারও জন্মদিনের সঙ্গে সমাপতন কি না, জানি না। খোঁজ নিচ্ছি। তবে কারও দুঃখের দিনে সহকর্মীরা আনন্দ প্রকাশ করবেন, ভাবা যায় না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)