আবাস যোজনার তদন্তে এসে মোষের গুঁতো থেকে কোনও ক্রমে বাঁচলেন কেন্দ্রীয় দলের দুই আধিকারিক। এই ঘটনা ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। ওই দুই কেন্দ্রীয় আধিকারিককে বাঁচিয়েছেন রাজ্যের পুলিশকর্মীরা। ভয়াবহ বিপদের মুখ থেকে ফিরে হাঁফ ছেড়ে বেঁচেছেন দুই আধিকারিকও।
বৃহস্পতিবার আবাস যোজনার তদন্তে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মহালদারপাড়ায় ঢুকেছিলেন কেন্দ্রীয় দলের ২ সদস্য। তাঁরা হলেন, রাম সাগর এবং আশিস শ্রীবাস্তব। সঙ্গে ছিলেন পুলিশকর্মীরাও। বাড়ি বাড়ি ঘুরে তাঁরা যাচাই করে নিচ্ছিলেন গোটা বিষয়টি। প্রত্যক্ষদর্শীদের মতে, এমনই একটি বাড়ি থেকে অন্য একটি বাড়িতে যাওয়ার সময় কেন্দ্রীয় দলের ২ সদস্যের পিছনে আচমকা উপস্থিত হয় একটি মোষ। শিং বাগিয়ে সেটা তাড়া করে রাম এবং আশিসকে। পড়ি কি মরি করে ছুটতে শুরু করে ওই দলটির একাংশ।
আরও পড়ুন:
-
‘এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা’, ভরা এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রকবিতার পঙ্ক্তি
-
‘সবটাই ষড়যন্ত্র’, অবশেষে মুখ খুললেন যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তি-কর্তা
-
বিয়ের আগে ফ্ল্যাটে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা অভিনেতার! হাতেনাতে ধরলেন হবু-স্ত্রী
-
আমার শরীরের সুস্থ অঙ্গ কেটে নিয়েছে ওরা, চিকিৎসকদের বিরুদ্ধে বিস্ফোরক তসলিমা
তবে পুলিশ কর্মীরা তৎপর হয়ে মোষটিকে দূরে সরিয়ে দেন। তত ক্ষণে কিছুটা ছুটে শীতেও গলদঘর্ম অবস্থা ওই দলটির কয়েক জনের। তবে মোষটিকে সরিয়ে দেওয়ায় স্বস্তির শ্বাস ফেলেন দলের সদস্যরা। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘‘ওই মোষটি রগচটা। এর আগেও অনেককে এমন তাড়া করেছে। তবে আজ সকলকে বাঁচিয়ে দিল পুলিশ।’’