—প্রতিনিধিত্বমূলক ছবি। Sourced by the ABP
ব্রিগেড ফেরত মুর্শিদাবাদের সিপিএমের ছাত্র যুবরা দাবি করলেন, ‘এ বারে বুথে বুথে ব্রিগেড গড়ে তুলতে হবে, পঞ্চায়েত ভোটে আমরা লড়াই করেছিলাম, তাতে অনেক জায়গায় তৃণমূল ভোট লুট করেছে। এ বারের লোকসভা নির্বাচনে বুথে বুথে ব্রিগেড গড়ে ভোট লুট বন্ধ করতে হবে। রবিবারের ব্রিগেড সমাবেশ থেকে এই বার্তা নিয়েই আমরা জেলায় ফিরছি।’
ব্রিগেড ফেরত মুর্শিদাবাদের সিপিএমের ছাত্র যুবদের দাবি, ‘‘লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করব—এই বার্তা নিয়েই আমরা জেলায় ফিরছি।’’
যা শুনে জেলা তৃণমূল নেতা অশোক দাস বলেন, ‘‘গত বিধানসভা নির্বাচনে লাফালাফি করে শূন্য পেয়েছিল, পঞ্চায়েতেও ফল খারাপ করেছে। ৩৪ বছরের বাম আমলে তারা যে অপকর্ম করেছে তার ইনসাফ সিপিএমের নেতারা দিক।’’ বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকারের বক্তব্য, ‘‘আমরাও চাই বামেদের বুথে বুথে ব্রিগেড হোক। তাতে তৃণমূলের সংখ্যালঘু ভোট বামেদের ঝুলিতে যাবে। ফলে রাম বিকশিত হবে।’’
রবিবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের দাবি করেছে, সাম্প্রতিক অতীতের রেকর্ড ভেঙে এ বারে মুর্শিদাবাদ থেকে প্রচুর মানুষ ইনসাফের দাবিতে ব্রিগেড গিয়েছিলেন। আমাদের প্রাথমিক হিসেব অনুযায়ী ৫০-৬০ হাজার কর্মী সমর্থক ব্রিগেডে গিয়েছিলেন। ডিওয়াইএফের জেলা সম্পাদক সন্দীপন দাস বলেন, ‘‘জেলার সব ব্লক থেকে ছাত্র যুব সংগঠনের নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি সিপিএম এবং সিপিএমের শাখা সংগঠনের নেতাকর্মী সমর্থকরা ব্রিগেডে গিয়েছিলেন।’’ তাঁর দাবি, ‘‘বাস, ট্রেন, ছোট গাড়ি করে আমাদের জেলার কর্মী সমর্থকরা কলকাতায় এসেছিলেন। আবার একই যানবাহনে তাঁরা জেলায় ফিরছেন।’’
সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ‘‘চাকদহ ও রানাঘাটে জাতীয় সড়কে কাজের কারণে সড়কপথে কলকাতা আসার সময়ে কর্মী সমর্থকেরা যেমন কষ্টের মধ্যে পড়েছিলেন, তেমনই ফেরার পথে সমস্যায় পড়েছেন। যানজটে দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়েছিল।’’
ব্রিগে়ড থেকে কী বার্তা নিয়ে ফিরলেন জেলার নেতাকর্মী সমর্থকেরা?
জামির বলেন, ‘‘ইনসাফের দাবিতে এই সমাবেশ ছিল। সেই সমাবেশ থেকে আগামী লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের বার্তা নিয়ে দলের নেতাকর্মী সমর্থকেরা জেলায় ফিরেছেন। শুধু কলকাতার ব্রিগেড নয়, বুথে বুথে ব্রিগেড গড়ার ডাক দেওয়া হয়েছে। আমরা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছি। তখন আমরা কিছুটা পেরেছি। লোকসভা নির্বাচনেও পারব। এই বিশ্বাস নিয়েই দলীয় কর্মী-সমর্থকরা জেলায় ফিরছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy