দু’কোটি টাকা তছরুপের মামলায় গ্রেফতার মুর্শিদাবাদের সুতির বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল শেখ। গ্রেফতার করা হয়েছে আর এক প্রাক্তন প্রধান সুরমানিকেও। দু’জনেই তৃণমূলের নেতা।
এর আগে একই মামলায় গ্রেফতার করা হয়েছিল বহুতালি গ্রাম পঞ্চায়েতের সচিব অশোককুমার ঘোষকেও। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিডিওর করা মামলার ভিত্তিতে অশোককে গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে আব্দুল এবং সুরমানির কথা জানা যায়। পুলিশ সূত্রে খবর, আর্থিক তছরুপে ওই দুই ব্যক্তির সরাসরি যোগ ছিল। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে সোমবার তাঁদের আদালতে হাজির করাবে পুলিশ।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে আর্থিক বর্ষে পঞ্চদশ কমিশনের প্রায় দুই কোটি টাকার গরমিলের ঘটনায় আদালতের নির্দেশে পঞ্চায়েত সচিবকে গ্রেফতার করে সুতি থানার পুলিশ। বিডিও বলেন, ‘‘পঞ্চদশ কমিশনের টাকায় গরমিল দেখতে পেয়ে আমি নিজেই এফআইআর করেছিলাম। প্রধানও লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার পরেই সচিবকে গ্রেফতার করা হয়েছিল।’’