মুর্শিদাবাদে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয়েরা। পাশাপাশি, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পুলিশ ফাঁড়ি ঘেরাও করেও দেখানো হল বিক্ষোভ।
রবিবার কালীগঞ্জ থানার পলাশী এলাকায় ঘটনাটি ঘটে। খবর প্রকাশ্যে আসতেই বিকেল থেকে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে দ্রুত তদন্তের আশ্বাস দেওয়া হলে অবরোধ ওঠে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে কালীগঞ্জ থানার মীরাবাজার এলাকায় চার বছরের এক শিশুকন্যা বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল। সেই সময় কয়েক জন যুবক শিশুটিকে কাছেই একটি নির্মীয়মাণ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। নাবালিকার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এলে অভিযুক্তেরা এলাকা ছেড়়ে চম্পট দেন। ঘটনার পরেই ওই নাবালিকার পরিবারের তরফে কালীগঞ্জ থানার অন্তর্গত পলাশীর মীরাবাজার পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। এর পরেই মীরাবাজার পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন গ্রামবাসীদের একাংশ। পাশাপাশি, ১২নম্বর জাতীয় সড়কের একাংশও অবরোধ করেন তাঁরা। পরে পুলিশের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করেছেন। অন্য দিকে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।