ওয়াকফ আন্দোলন হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। এই আন্দোলন কোনও জাতি বা জাতের বিরুদ্ধে নয়। অন্য ধর্মের নামে ঘৃণা-ভাষণ, কুৎসা এবং ধর্মীয় মহাপুরুষদেরনিয়ে কু-কথাও নয়। মনে রাখতে হবে সকলে উগ্ৰ গেরুয়াবাদের সমর্থক নন। নাগরিক ও ধর্মীয় অধিকার রক্ষাকারী সকল নাগরিককে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে চলা এবং প্রতিবাদ গড়ে তোলাই হচ্ছে এই আন্দোলনের অভিমুখ। আন্দোলন করার পথে সকল প্রকার হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ভাঙচুর বন্ধ করতে হবে, এবং সব ধরনের মানুষকে সঙ্গী করে এগিয়ে যেতে হবে।
স্থানীয় পুলিশ প্রশাসন, সমাজের গণ্যমান্য বুদ্ধিমান ব্যক্তিবর্গকে সঙ্গেরাখা দরকার। ওয়াকফ আন্দোলন গড়ে তোলা যেমন জরুরি তেমন ভাবেই সব ধর্ম ও বর্গের মানুষের সাথে সু-সম্পর্কের বাঁধনে ঐক্যবদ্ধ থাকাও জরুরি। কালা কানুন পাশ করা উগ্ৰবাদীরা চায় ধর্মের নামে ঘৃণা ছড়িয়ে পড়ুক, তা হলেই তারা সফল হবে। কিন্তু আমাদের প্রচেষ্টা হবে সম্প্রীতির রং দিয়ে ঘৃণা মুছে দেওয়া এবং আন্দোলন চালিয়ে যাওয়া।নব্য সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা সংখ্যালঘুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওয়াকফ সংখ্যালঘু মুসলিমদের সম্পত্তি। তারপরও কেন্দ্রীয় সরকার মুসলমানদের মতামতকে পরিপূর্ণ রূপে প্রত্যাখ্যান করে এই আইন পাশ করেছে। ওয়াকফ আইনও তেমনই একটা প্রহসন ছাড়া আর কিছু নয়।
মুসলমানদের ওয়াকফ নিয়ে মুসলমানদের মতামতের বিরুদ্ধে গিয়ে আইন পাশ করা হচ্ছে। আবার বলা হচ্ছে, এই আইন দ্বারা মুসলমান জাতির উপকার করা হবে। এটা একটা চক্রান্ত ছাড়া আর কিছু নয়।
কিন্তু এ সব করছে বিজেপি সরকার। আর তাদের সহচর হল আরএসএস।
ফলে আন্দোলন তাদের অপকর্মের বিরুদ্ধে। কখনওই সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। নির্দোষ মানুষের আন্দোলনে কোনও ভাবেই যেন ক্ততিগ্ৰস্ত না হয় এবং কষ্ট না পায় সেটা পরিপূর্ণ ভাবে ঠিক রাখা আবশ্যক।
ভিন্ন ধর্মালম্বী মানুষ আমার আপনার ভাই ভগ্নী এবং নিত্যদিনের প্রতিবেশী। তাঁদের এখানে কোনও ভূমিকা নেই। ফলে তারা যেন এই আন্দোলনে কোনও প্রকার সমস্যার মধ্যে না পড়েন। গাড়িঘোড়া স্কুল কলেজ বন্ধ না হয়।নবী বলেন, ভাল ব্যবহার পাওয়ার প্রথম হকদার হলেন প্রতিবেশী। দেশপ্রেম ইমানের অংশ।
ফলে আন্দোলনের ধারায় মানব প্রেমটাও প্রস্ফুটিত হওয়া আবশ্যক। মুর্শিদাবাদের ঘটনার জন্য আমরা দুঃখিত। ভুলে গেলে চলেনা দেশের সকল মানুষ সকল ধর্ম আমার ভাই-বোন এবং প্রতি দিনের সহকর্মী যোদ্ধা। এক আলো বায়ু এক চাঁদ সূর্য এবং এক দেশের অন্নে আমরা লালিত পালিত। দেশের সংবিধান আমাদের রক্ষাকবচ। সকালের শান্তিপূর্ণ সহবস্থানের মধ্যেই লুকিয়ে আছে উন্নতি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)