বেসরকারি বাসের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক জনের। আহত বাসের ১০-১২ জন যাত্রী। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার চানক এলাকায়। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। আহত বাস যাত্রীদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে বেসরকারি পরিবহণ সংস্থার একটি বাস শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাচ্ছিল। বাসটি যখন ১২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে চানক এলাকায় পৌঁছোয়, সেই সময় তার সামনে থাকা একটি লরির চাকা ফেটে যায়। বাসচালক ওই লরিটির সঙ্গে সংঘর্ষ এড়াতে ডান দিকে স্টিয়ারিং ঘোরানোর চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে জাতীয় সড়কের আর একটি লেনে উঠে যায় বাসটি। সেখানে ট্র্যাক্টর এবং মাটি খোঁড়ার যন্ত্র (জেসিবি) দাঁড়িয়েছিল। পর পর তাদের ধাক্কা মেরে একটি দোকান ভেঙে ঢুকে পড়ে বাসটি।
আরও পড়ুন:
পুলিশ এবং কয়েক জন প্রত্যক্ষদর্শীর দাবি অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসের দরজার কাছে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে বাসটি ডিভাইডার ভেঙে জেসিবি এবং ট্র্যাক্টরে ধাক্কা মারায় তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় পুলিশ ওই ব্যক্তি-সহ জখম বাসযাত্রীদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।