পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, গভীর রাতে ঘুমন্ত স্ত্রীর মাথায় কাঠ দিয়ে আঘাত করেন যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার চরকা গ্রামে। অভিযোগের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ যুবককে গ্রেফতার করেছে। শনিবার অভিযুক্তকে জঙ্গিপুর আদালতে হাজির করানো হলে তাঁর পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ফতেমা বিবি। ৩৮ বছর বয়সি ওই মহিলার সঙ্গে শুক্রবার অশান্তি হয় স্বামী আজিম শেখের। তার পর রাতে তিন নাবালক সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন ফতেমা। তখনই তাঁকে আজিম পিটিয়ে খুন করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মৃতার মাথায় গভীর ক্ষত রয়েছে।
আরও পড়ুন:
পুলিশি জেরায় স্বামী স্বীকার করেছেন যে, কাঠ দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেছিলেন তিনি। স্থানীয়েরা ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতার এক সন্তান আহাত শেখ বলেন, ‘‘গতকাল রাতে আমরা মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিলাম। বাবা রাতে বাড়ি ফিরে হঠাৎই মায়ের মাথায় দরজায় আটকানোর হুড়কো দিয়ে মারে। তাতে মৃত্যু হয়েছে মায়ের।’’